মেয়ের বন্ধু - অধ্যায় ২০
ওখানে আমাকে রেখে গেল ওরা। বুঝলাম এরা সবাই সব জানে। সেদিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম।
পরদিন অন্ধকার থাকতে উঠতে হল।একটা ঘোর যেন ।অবাক লাগছে বিয়ে।
রাখী ঘুম থেকে উঠে হাত মখ ধুয়ে প্রথমে আমাকে দই চিড়ে খাওয়ালো তারপর আমাকে ঘরে নিয়ে গিয়ে প্রথমে ল্যাংটো করে দিয়ে ব্লাউজ, সায়া পরিয়ে একটা লাল শাড়ি পরিয়ে দিল।