ফাঁদ - এক নিষ্পাপ সতী গৃহবধূ - অধ্যায় ১৫
সেদিন ইরার সাথে ঝগড়া হওয়ার ফলে রাজীবের মনটা অনেক খারাপ ছিলো। সেদিন রাতেই একটা বড় দেশি মদের বোতল নিয়ে মিয়াবাবু, চাচাজান অার দারগাবাবু রাজীবের হোটেলে গেলো। হোটেলে গিয়েই সবাই একটা রুমে বসে যখন ড্রিংক অার স্মোক করছিলো তখন সবাই খেয়াল করলো যে রাজীবের মনটা অনেক খারাপ হয়ে রয়েছে।
" অারে রাজীব বাবু এত মন খারাপ করে কেনো অাছেন। ব্যাবসা কি ভাল যাচ্ছে না" (মিয়াবাবু বলে উঠলো)
যদিওবা এখানে থাকা প্রত্যেকটা ব্যাক্তি জানে যে রাজীবের মন কেন খারাপ। তারপরও সবাই না বোঝার ভান করতে লাগলো।
রাজীব তখন বলল "অারে না না মিয়াবাবু ব্যাবসা ঠিকঠাকই চলছে তবে সমস্যাটা হলো অন্য জায়গায়।"
দারগাবাবু একটা সিগারেট টানতে টানতে বললো
""তা অামরা তো বন্ধুর মতই। সমস্যাটা অামাদের শেয়ার তো করতে পারো।""
রাজীব - অাসলে কাজে এত পরিমানে ব্যাস্ত রয়েছি যে বউটাকে একদমই সময় দিতে পারছি না। সেই জন্য বউটা অনেক রেগে রয়েছে।
চাচাজান - তা বাবা তোমাকে তো কাজের পাশাপাশি নিজের ঘরের দিকেও খেয়াল রাখতে হবে।
মিয়াবাবু - হ্যা চাচাজন একদম ঠিক কথা বলেছে। এখন অাপনি একটা কাজ করতে পারেন রাজীববাবু।
রাজীব - কি কাজ?
মিয়াবাবু - বৌদির জন্য একটা সারপ্রাইজড পার্টির ব্যাবস্থা করুন অার তার সাথে দামী কিছু গিফট করুন দেখবেন বৌদি অনেক খুশি হয়েছে। মেয়েরা তার বরের কাছ থেকে সারপ্রাইজড পেতে খুব ভালবাসে।
রাজীব মনে মনে ভাবলো [ মিয়াবাবু তো একদমই ঠিক কথা বলেছে, এখানে অাসার পর ইরাকে নিয়ে কোনো পার্টিতেও যায় নি অার ওকে কিছু গিফটও করি নি। ওর জন্য একটা পার্টির অায়োজন তো করাই যেতে পারে। ]
রাজীব তখন বললো " ঠিক একটা কথা বলেছেন মিয়াবাবু। হোটেলটা তো অনেক সাকসেসফুলি চলছে। তাই হোটেলের গ্রান্ড সাকসেস উপলক্ষে একটা গ্রান্ড পার্টির অায়োজন হতেই পারে। এতে ইরারও মনটা অনেক ভাল লাগবে।
মিয়াবাবু - এইতো মশাই এইবার বুদ্ধির উদয় হয়েছে।
রাজীব - ধন্যবাদ মিয়াবাবু অাপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য।
দারগাবাবু - তা রাজীব বাবু অামরা গরীবরা কি এই পার্টিতে অাসতে পারবো?
রাজীব - অারে মশাই এখানে অাপনারা ছাড়া অার কে অাছে অামার বলুন তো। পার্টিতে কোন কোন গেস্ট অাসবে সেই দায়িত্বটা অাপনাদের উপরেই দেওয়া হলো।
সবাই তখন ড্রিংক করতে করতে হাসিঠাট্টায় মেতে উঠে যে যার বাসায় চলে গেলো।
অাসলে এতদিন মিয়াবাবু এমনই একটা সুযোগ খুজচ্ছিলো যেখানে মিয়াবাবু তার সমস্ত পার্টনার যারা নারী স্মাগলিং এর সাথে জড়িত তাদেরকে সামনা সামনি থেকে ইরাকে দেখাবে। এখন এই পার্টিটার কারণে সেই সুযোগটা তেরী হয়ে গেলো।
তো দুইদিন ধরে রাজীব তার হোটেলে একটা গ্রান্ড সাকসেস পার্টির ব্যাবস্থা করতে লাগলো। তবে খুব চুপিসারে যেনো ইরা টের না পায়। কারণ ইরাকে একদম পার্টির দিন একটা সারপ্রাইজড দিয়ে চমকে দেওয়ার যাবে যাতে ইরার মনটা খুব ভালো হয়ে যায়। রাজীব খুব ভালো করেই জানে ইরা সারপ্রাইজ অার দামী গিফট পেতে খুব ভালবাসে। শহরে যখন ইরার মন খারাপ থাকতো তখন মাঝে মাঝেই ইরাকে না জানিয়ে রাজীব তার জন্য পার্টির অায়োজন করে ইরাকে পুরো চমকে দিতো অার তার সাথে দামী গিফট তো রয়েছেই। এতে ইরারও মনটা অনেক ভালো হয়ে যেতো।
এদিকে রাজীব পার্টিতে কোন কোন গেস্ট অাসবে সেসব দায়িত্ব মিয়াবাবুর উপরেই দিয়ে রাখলো। মিয়াবাবুও বেছে বেছে তার সব নারী পাচারকারী পার্টনারদের পার্টিতে অাসার অামন্ত্রণ জানালো এটা বলে যে একটা সুন্দরী পাখি কে নাকি সামনে থেকে দেখাবে। তো দুইদিন পরই সন্ধেবেলা পার্টির অায়োজন করা হলো। তবে ইরা বিন্দুমাত্র কোনো কিছু টের পেলো না। পার্টির দিন সকালে রাজীব খুব লতার বাড়ীতে গিয়ে লতাকে জানিয়ে দিলো, "অাজ সন্ধায় সে যেনো ইরাকে তৈরী করে হোটেলে নিয়ে অাসে। ইরার জন্য একটা সারপ্রাইজড পার্টি রয়েছে। তবে ইরাকে একদমই জানানো যাবে না যে ইরার জন্য পার্টির ব্যাবস্থা করা হয়েছে। যে কোনো বাহানায় ইরাকে হোটেলে নিয়ে অাসতে হবে। অার হরিদাস যেনো হোটেলে অাসার জন্য একটা অটোরিকশার ব্যাবস্থা করে "। এসব বলে রাজীব লতাদের বাড়ী থেকে হোটেলে চলে যায়।