ফাঁদ - এক নিষ্পাপ সতী গৃহবধূ - অধ্যায় ১৯
দারগাবাবু তখন মিয়াবাবুর কথা শুনে অানন্দে অাত্মহারা হয়ে মনের অানন্দে পাগলের মতো হাসতে লাগলো। অার সেই মূহুর্তেই রাজীব এদিক ওদিক চোখ ঘুরিয়ে মিয়াবাবুদের খুঁজতে লাগলো। রাজীব দেখলো মিয়াবাবু,চাচাজান অার দারগা একটা কোণায় দাঁড়িয়ে রাজীবদের দিকেই তাকিয়ে রয়েছে। রাজীবের সাথে ওদের চোখাচুখি হওয়াতে দু'জন দু'জনের দিকে চেয়ে হাত নাড়লো। রাজীবের হাত নাড়ানো দেখে ইরা ওদের তিনজনের দিকে একটা অদ্ভুত চাহুনিতে তাকালো।
""ডারলিং এইবার চলো তোমাকে তিনজন স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দেয়"" ( রাজীব ইরার দিকে চেয়ে বললো)
ইরা - ওকে।
রাজীব তখন ইরার হাতে হাত রেখে মিয়াবাবুদের দিকে এগিয়ে অাসতে লাগলো। রাজীব অার ইরাকে এদিকে অাসতে দেখে চাচাজান অারোও একবার মিয়াবাবুকে সাবধান করে বললো ""ওরা কিন্তু এদিকেই অাসছে বাবা। তুমি কিন্তু বেশী বাড়াবাড়ি করবে না।"" মিয়াবাবু তখন হ্যা সূচক মাথা নাড়ালো।
রাজীব ইরাকে নিয়ে একদম ওদের সামনে চলে এসে প্রথমে চাচাজানের সাথে পরিচয় করিয়ে দিলো - ইরা এনি হলেন এই গ্রামের বড়জেষ্ঠ লোক। সবাই ওনাকে চাচাজান বলেই ডাকে।
একজন বাঙ্গালী গৃহবধূ হিসেবে ইরা তার বাবার বয়সী লোককে সন্মান করতে ভুললো না। ইরা সাথে সাথে নিচে ঝুঁকে চাচাজানের পা ছুঁয়ে প্রণাম করলো। চাচাজান ওমনি ইরার দুই বাহু ধরে ইরাকে উপরে উঠিয়ে বললো ""অারে কি করছো মা। এসবের একদমই দরকার নেই। রাজীব অামার ছেলের মতোই অার তুমি হলে অামার বউমা। তাই তোমার জায়গা শুধুমাত্র অামার বুকে""
বুড়ো লোকটা ওমনি তখন ইরার কোমরে হাত দিয়ে ইরাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। ইরা অার চাচাজানের একইরকম হাইট হওয়ার কারণে ইরার ভারী স্তন দুটো চাচাজানের ঠিক বুকের উপর লেপ্টে রইলো। ইরাও চাচাজানকে দুই হাত দিয়ে অাকড়ে ধরলো অার চাচাজান তার বুকে ইরার ভারী বুকটা নিয়ে ইরার পিঠে তার দুই হাত বুলাতে থাকলো। ইরাকে বুকে নেওয়ার ফলে চাচাজানের প্রাণটা যেনো অানন্দে ভরে উঠলো।
ওদিকে দারগা মনে মনে বলতে থাকলো [ শালা থারকি বুড়ো এখানে অামাদের বেশী বাড়াবাড়ি করতে বারণ করে নিজেই জাপ্টে ধরছে। ]
প্রায় ১ মিনিট চাচাজানের বুকের সাথে ইরার বুকটা লেপ্টে ছিলো। তারপর চাচাজান নিজে থেকেই ইরাকে নিজের বুক থেকে মুক্ত করলো।
চাচাজান তখন তার নিজের গলা থেকে একটা সোনার চেইন খুলে ইরার হাতে ধরিয়ে দিয়ে বললো ""নে মা এইটা রাখ।""
ইরা - অারে না না এসব কেনো।
চাচাজান - তুই অামাকে এত সুন্দর করে অাশির্বাদ করলি। অামি কি তোকে খালি হাতে ফেরাতে পারি।
ইরা চাচাজানের কথায় বেশ খুশি হয়ে চেইনটা নিজের গলায় রাজীবকে দিয়ে পরিয়ে নিলো।
তারপর রাজীব মিয়াবাবুর দিকে ইশারা দিয়ে বললো ""অার এটা হচ্ছে মিয়াবাবু। এই গ্রামের মাইবাপ অার অামার অনেক ভালো একজন বন্ধু + বড় ভাই। এনি অনুমতি দিয়েছে বলেই অাজকে অামরা এখানে থাকতে পারছি""
মিয়াবাবুর জন্যই এখানে থাকতে পারছি কথাটা শুনেই ইরার মনটা অনেক ভালো লাগলো। কারণ এই জায়গাটা ইরার অনেক মনে ধরেছে। ইরা মনে মনে মিয়াবাবুকে অনেক ভালো অার দয়ালু লোক মনে করলো। ইরা তখন মিয়াবাবুর চোখের দিকে চোখ রেখে একটা মিষ্টি হাসি হাসলো।
""নমস্কার দাদা"" ( মিষ্টি একটা হাসি দিয়ে ইরা দুই হাত জোড় করে মিয়াবাবুকে নমস্কার জানালো)