ফাঁদ - এক নিষ্পাপ সতী গৃহবধূ - অধ্যায় ২৮
ইরা তখন দারগাবাবুর দিকে তাকিয়ে বললো - অাপনি এখনও বসে অাছেন কেনো? এই বাস্টার্ড গুলোকে এরেস্ট করুন।
দারগাবাবু তখন উঠে দাঁড়িয়ে সিগারেটে একটা টান দিয়ে ইরার মুখে ধোঁয়া ছেড়ে বললো - কেনো গো ইরা রাণী এরেস্ট কেনো করবো? তোমার মত সুন্দরী নারীদের তো যে কেউ বিয়ে করতে চাইবে।
রাজীব - অাপনিও? একটা অাইনের লোক হয়ে অাপনি ওদের পশ্রই দিচ্ছেন?
ইরা এইবার একটু ভয় পেয়ে রাজীবের বুকে মুখ গুঁজে দিলো।
চাচাজান তখন বলে উঠলো - রাজীব বাবা অাজ যেটা করলে এটার পরিনাম কিন্তু খুব ভয়ানক হবে।
রাজীব - সেসব পরে দেখা যাবে। এখন চোখের সামনে থেকে বের হয়ে যা।
মিয়াবাবু তখন রাগান্বিত হয়ে উঠে দাঁড়িয়ে বললো - চাচাজান মাগীটাকে অাজকেই তুলে নিয়ে যাবো।
কথাটা বলেই মিয়াবাবু ইরার দিকে এগোতে লাগলো। ওমনি চাচাজান মিয়াবাবুর হাত চেপে ধরে বললো - এখন বাদ দাও বাবা।
মিয়াবাবু - কি বলছো চাচা ওই কুত্তী মাগীটা যে তোমার গায়ে হাত তুলেছে।
চাচাজান - মেয়ে মানুষের তো একটু তেজ থাকবেই।
মিয়াবাবু - তাহলে কি ওদের ছেড়ে দেবো?
চাচাজান - সেসব পরের বিষয় এখন এখান থেকে চলো।
চাচাজান তখন মিয়াবাবু অার দারগাকে নিয়ে সেখান থেকে চলে গেলো। ওরা চলে যাওয়ার পর ইরা রাজীবের বুকে মাথা রেখে হাউ হাউ করে কাঁদছিলো। রাজীব ইরাকে শান্তনা দিয়ে বলে উঠলো - প্লিজ সোনা কেঁদো না অামি তো অাছি।
ইরা - অামার খুব ভয় করছে রাজীব।
রাজীব - একদমই ভয় নেই সোনা। লোকগুলোকে অামরা বন্ধু ভেবেছিলাম। ওরা এমন করবে সেটা একদমই বুঝতে পারি নি।
রাজীব তখন ইরাকে বেডরুমে নিয়ে গিয়ে শান্ত করে ঘুম পাড়িয়ে দিলো।
তবে রাজীবের চোখে কোনো ঘুম অাসলো না। একটু অাগে কি একটা হয়ে গেলো সেসব ভাবতে থাকলো। অার ওদিকে মিয়াবাবু ও যেনো একদম অধৈর্য হয়ে পড়েছে। কোনোরকমে সেদিনের রাতটা কেটে গেলো।