ফুটবল দল - অধ্যায় ১১
ডঃ পারমিতা রায় আমাকে যা বলে গেলেন সেটা পাশের ঘর থেকে আমার টিমের প্লেয়ার রাও শুনতে পেয়ে ছিল। কিন্তু যে কোন কারণেই হোক আমাকে কেউ কিছু বলল না।
সেদিন যাতে সবাই একসাথেই খেতে বসেছি। আমার ফেয়ারীরা সকলে স্লিভলেস নাইটি পরে বসে।
আমি: আচ্ছা, তোমরা সবাই সাঁতার জানো তো।
সকলে আমার দিকে তাকালো। এক এক করে সবাই ই জানালো যে সাঁতার জানে।
লীনা: কেন স্যার?
আমি: কাল থেকে স্যুইমিং সেশানও শুরু হবে।
বাকিরা শুনলো। আর খেতেও লাগল।
আমি: ডঃ পারমিতা রায় কি বলেছে আশা করি সবার মনে আছে।
রত্না: হ্যাঁ মনে আছে।
আমি: ওকে।
আমার খাওয়া শেষ। তখনো টিম খাচ্ছে।
আমি: তোমরা খাও। আর এত সিরিয়াস থেকে খেলা হয় না। এনজয় করো।
দেখলাম সবাই যেন আরেকটু ফ্রি হল।
আমি ওদের রেখে ঘরে চলে এলাম।