ফুটবল দল - অধ্যায় ১২
ঘরে বসে কান পেতে শুনলাম যে ওরা নিজেরা কথা বলছে। একটু হাসাহাসি ও করছে। ঠিক আছে। আমার ঘর থেকে রমাদির ঘরে একটা বেল আছে সেটা টিপলাম। রমাদি ঘরে এলো।
আমি: দিদি
রমা: হ্যাঁ।
আমি: ওরা গল্প করছে করুক। দশটা বাজতে মিনিট দশেক আগে উঠিয়ে শুতে পাঠাবে।
রমাদি হেসে আচ্ছা বলে চলে গেল।
মহিলা রা আড্ডা দিলে সময় জ্ঞান থাকে না। হলো ও তাই। ঘড়িতে দেখলাম পৌনে দশটা।
রমা: গার্লস এবার টাইম টু বেড।
নন্দিতা: হ্যাঁ রমা দি যাচ্ছি।
রমা: ডঃ পারমিতা রায় কি বলেছে
সুনীতা: হ্যাঁ মনে আছে।
সকলে ঘরে চলে গেল। জানলা দিয়ে দেখলাম সকলে এক এক করে নাইটি ছেড়ে শুতে যাচ্ছে।