ফুটবল দল - অধ্যায় ১৩
পরদিন সকালে জগিং পিটি করিয়ে বসলাম গোটা টিম নিয়ে। এই কদিন যা দেখেছি সেই অনুযায়ী একটা টিম তৈরী হল।
স্বান্তনা গোলকিপার
লীনা, প্রিয়া, সুনীতা, লাবনী প্রথম চার
নন্দিতা রিজার্ভ গোলকিপার
রত্না রিজার্ভ
নিয়ম ৭জনের টিম। ৫জন খেলবে। যতবার খুশি চেঞ্জ করা যায়।
তারপর আমি টিমের ক্যাপ্টেন ঠিক করতে গেলাম। কিন্তু সকলে একবাক্যে বলল যে খেলার কথা যখন নন্দিতা বলেছে নন্দিতা ই ক্যাপ্টেন। আমিও দেখলাম গোটা টিম বলছে যখন তাই হোক। নন্দিতা ক্যাপ্টেন।
তারপর আমি দাঁড়ালাম।
আমি: সবার স্যুইমিং কস্টিউম আছে?
সবাই: হ্যাঁ আছে।
আমি: গুড, পরে ১০ মিনিট পরে এসো।
আমি ঘরে গিয়ে আমার নীল স্যুইমিং ট্র্যাঙ্ক পরে নীচে গেলাম। ১ মিনিটের মধ্যেই আমার টিমের ৭ জনই লাল স্যুইমিং কস্টিউম পরে এল। ভারী সুন্দর লাগছে সবাই কে।