ফুটবল দল - অধ্যায় ২

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/ফুটবল-দল.36092/post-2590615

🕰️ Posted on Fri Feb 19 2021 by ✍️ Ranaanar (Profile)

🏷️ Tags:
📖 198 words / 1 min read

Parent
ঠিক হল যে আমরা সবাই তারপরদিন চলে যাবো ওই বাগানবাড়িতে। বিরাট জায়গা। বাড়ি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পিছনে বড় মাঠ। স্যুইমিং পুল আছে। সবাই মিটিঙে আমাকে ম্যানেজার হিসেবে মেনেনিল। এবং ঠিক করল যে আমার কথাই শেষ কথা। যেহেতু আমি খেলাধুলা তে অনেকটাই অ্যাচিভ করেছি। প্রত্যেকেই আধুনিকা অতএব আমি দেখলাম যে আমার অসুবিধা হবে না। পরদিন ভোর বেলা উঠে সব গুছিয়ে নিয়ে রওয়ানা হলাম। হাইওয়ের ধারে বিশাল জায়গা। আমি পৌঁছালাম সকাল নটা। দরজা দিয়ে ভিতরে ঢুকে প্রথম দেখা রমাদির সাথে। রমাদি ওই বাড়ির কেয়ারটেকার। দশাশই চেহারার মানুষ। খুব রাশভারি কিন্তু ভাল মানুষ। দায়িত্ব নিয়ে থাকেন। রমা: তুমি কি রনি? আমি: হ্যাঁ। রমা: দোতলাতে সবাই আছে। ওরা এসে গেছে। যাও। সুন্দর কথাবার্তা। সার্ট আর ট্রাউজার পরে আছেন। আমাকে দোতলাতে নিয়ে গেল রমাদি। আমার ঘরটা দেখিয়ে দিল। বড় ঘর । একটা বিরাট খাট পাতা। রমা: রনি তুমি ফ্রেশ হও ।আমি ওদের জানাচ্ছি। আমি: ঠিক আছে। দিদি। হেসে চলে গেল রমাদি। আমি চট করে বাথরুমে ফ্রেশ হয়ে নিয়ে বারমুডা আর টি শার্ট পরে চেয়ারে বসে প্ল্যান করতে লাগলাম কিভাবে কাজ করব। দশটা বাজে হঠাৎ গলার আওয়াজ পেলাম। :স্যার আসব। ঘাড় ঘুরিয়ে দেখলাম যে আমার টিমের খেলোয়াড়রা এসে দাঁড়িয়েছে। সাতজনই। ওরা নাকি ঠিক করেছে যে এই টুর্নামেন্ট শেষ না হওয়া অবধি আমি স্যার।
Parent