দেখে ভাল লাগল সাতজনই নীল টি শার্ট আর শর্টস পরে আছে। এক রকম। একটা টিমই মনে হচ্ছে।
আমি: এসো।
সাতজনই ঘরে এসে দাঁড়াল আমার সামনে। বাইরের বসার ঘরে একটা বড়ো সোফা আর অনেক কটা ছোট সোফা রাখা আছে। সকলকে নিয়ে সেই ঘরে গিয়ে বসলাম।
সকলকে বলে দিলাম যে বিকেল থেকে প্র্যাকটিস শুরু হবে।