ফুটবল দল - অধ্যায় ৪
বিকেল ঠিক চারটে আমি টি শার্ট, শর্টস আর কেডস পরে পিছনের মাঠে গিয়ে দাঁড়ালাম। ঠিক সই সময় আমার ফুল টিম এসে দাঁড়াল। প্রত্যেকে সাদা স্পোর্টস ব্রেসিয়ার আর কালো প্যান্টি। পায়ে কেডস। কারণ এখনই স্পাইক দেওয়া বুট পরতে পারবে না। কিছুদিন পর থেকে। আধুনিকা মহিলাদের ভালই লাগলো।
আমার বাঁশীর সাথে সাথেই জগিং শুরু হল। যতই হোক। বয়স খেলার পক্ষে একটু বেশী। বুঝলাম প্রিকন্ডিশনিং লাগবে।
মাঠের চারপাশে দৌড় দু তিন পাক হওয়ার পরই দেখলাম আস্তে আস্তে আসল রূপ বেরোলো। প্রথমে স্লো হয়ে পড়ল সুনীতা আর রত্না। একটু পরেই স্লো হতে থাকল লীনা , স্বান্তনা আর প্রিয়া। ওরই মধ্যে বয়স কম নন্দিতা আর লাবনীর। ওরা আরেকটু দৌড়াল। ওই চার পাকের মধ্যে সবাই দাঁড়াল। আমি আরো চারটে পাক মেরে এসে দাঁড়ালাম। বুঝলাম এদের কন্ডিশন। কিন্তু প্রথম থেকেই সুবিধা দিলে পেয়ে বসবে বুঝেই একটা কপট রাগের ভান করলাম।
আমি: সুনীতা, রত্না কি ব্যাপার?
সুনীতা(হাঁপিয়ে): মানে আর পেরে
আমি: চুপ একদম। একটাও বাজে কথা শুনতে চাই না। ঠিক তিনদিন সময় দেবো। তারপর থেকে যে প্রথমে স্লো হবে তাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে দেবো এখানে। মনে থাকে যেন।
কথাটা একটু চেঁচিয়ে ই বললাম। তাকিয়ে দেখলাম সকলেরই মুখ চুন।
আমি: গোল করে দাঁড়াও। পিটি হবে।
গোল করে দাঁড় করিয়ে ফ্রি হ্যান্ড করালাম। প্রথম দিন। ওতেই দেখলাম সাতজনই ঘামে চুপচুপে হয়ে গেছে। দারুন লাগল।
ততক্ষণে দু ঘন্টা হয়েছে। সকলকে ছেড়ে দিলাম। পরদিন সকাল পাঁচটায় টাইম দিয়ে। বেশ কষ্ট করেই সবাই বাড়িতে ঢুকলো। আমি আরও শরীরচর্চা করতে লাগলাম।