ফুটবল দল - অধ্যায় ৪৯
বিকেলে আমি বসে আছি। এমন সময় রমাদি একটি মেয়েকে নিয়ে এল। আমার থেকে একটু বড়।
রমা: রনি
আমি: হ্যাঁ দিদি
রমা: এই যে আমার বোন বিদিশা। ফিজিক্যাল এডুকেশনে মাস্টার্স।
আমি: এসো দিদি।
বিদিশা দি বসলেন। কথাবার্তা হল। বুঝলাম আমাকে দরকার হবে না। ল্যাংটো সুন্দরীদের বিদিশা ই সামলে নেবে।
আমি: দিদি
বিদিশা: হ্যাঁ।
আমি: তোমার পাসপোর্ট টা দিও টিকিট কাটতে হবে।
বিদিশা: আমাকেও নিয়ে যাবে?
বেশ আনন্দের হাসি বিদিশাদির মুখে।
আমি: নিশ্চয়।
বিদিশা দিযে দিল পাসপোর্ট টা।