ফুটবল দল - অধ্যায় ৫০
আমি, রমাদি আর বিদিশাদি তিনজনে একসাথে বসে টিমের ব্যাপারে আলোচনা করলাম। বিদিশাদি ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারে দেখলাম এক্সপার্ট।
আমি: বিদিশাদি তুমি আমার চিন্তা কমিয়ে দিলে।
বিদিশা: কেন?
আমি: আমাকে আর রমাদিকে ফেয়ারীদের শরীরের ব্যাপারে আর চিন্তা করতে হবে না।
রমা: রনি ঠিক বলেছে।
বিদিশা: ঠিক আছে কিন্তু রনি। তোমাকে ওরা ভালবাসে, কথা শোনে অতযেব তুমি কিন্তু চাপটা রেখো। না হলে শুধু আমার আর দিদির কথায় হবে না।
আমি: হ্যাঁ দিদি ঠিক আছে।