এর পর থেকে তিন চার দিন আমি ওখানে কোন ব্যাপারে মাথা ঘামালাম না। রাতে খবর নিতাম রমাদি আর বিদিশাদির কাছে। কারণ যাতায়াতের ব্যাপার নিয়ে খুব ব্যস্ত থাকতে হচ্ছিল। আমার শুধু কাজ ছিল রাতে ফেয়ারীরা শুলে তাদেরকে একটা করে চুমু খেয়ে আসা। আমার বন্ধু দের এই মা রা আর একজনের মাসি বাচ্ছা মেয়েদের মতো আদর খেতে আমার কাছে।