ফুটবল দল - অধ্যায় ৫৩
পরের তিনদিন পাসপোর্ট ভিসার জন্য ব্যস্ত রইলাম। তিনদিন পর সব কাগজ রেডি নিউজিল্যান্ড যাওয়ার জন্য। সেই দিন সবার স্বাভাবিক ভাবেই খুব আনন্দ।
দেখলাম বিকেলে প্র্যাক্টিসে র সময় গল্প একটু বেশিই হচ্ছে। আনন্দ বেশী। বুঝলাম একটু শক্ত হওয়া দরকার।
আমি মাঠে গেলাম। রমাদি বুঝে আমাকে দেখে হেসে বুঝিয়ে দিল।
আমি ইচ্ছা করেই চুপ করে মাঠের পাশে দাঁড়ালাম। ফেয়ারীরা খেলছে কিন্তু গা ছাড়া।
আমি: রমাদি
রমা: বলো
আমি: একটু কড়া দিচ্ছি। তুমি সামলে নিও।
রমাহেসে) ঠিক আছে।