রানীর নাচে নাচে জীবনপথ এলোমেলো... - অধ্যায় ৬
সুমিত ও দীপের ভিডিও কলের মাঝেই বাবার ফোন এলে সুমিত বলে...
এখন তবে অাসি।বাবা কল করছে,ফোনটা রিসিভ করি কেমন!
দীপ-হা, ঠিক অাছে,Good Bye.
সুমিত -o.k. my frnd.
সুমিত দীপের সাথে ভিডিও কল অফ করে বাবার ফোন ধরলে,
নিখিলেশ-মহাজন চলে এসেছে,এখন তবে দোকানে অায় কেমন,
সুমিত প্রতুত্তরে অাসছি বলে লুঙি ছেড় pant-shirt পরে একটু পর বেরিয়ে পড়ল ও দোকানে পৌছে গেল হিরো গ্লামার চেপে।
নিখিলেশ সুমিতকে অাসতে দেখে সবকিছু বুঝিয়ে নিজস্ব পাট গোডাউনে গেল মহাজনকে নিয়ে পাট বিক্রয় করবে বলে।