রুপকথা নয় (Completed) - অধ্যায় ১৮

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/রুপকথা-নয়-completed.4039/post-657537

🕰️ Posted on Mon Oct 21 2019 by ✍️ Arunima Roy Chowdhury (Profile)

🏷️ Tags:
📖 926 words / 4 min read

Parent
Part XVIII । অষ্টাদশ পর্ব। আড়াইডাঙ্গায় মাকে দেখে এলাম অন্যরূপে। বলেন্দ্রমোহন বলেছিলেন,জগদ্ধাত্রী। যিনি জগতকে পালন করেন।বেশ মানিয়ে নিয়েছে মা সবার মধ্যে। মাকে ছাড়া একা আগে কখনো থাকিনি। সামনে পরীক্ষা উপায় নেই। দময়ন্তী অপেক্ষা করছে কি হয় আমার রেজাল্ট এই ভাবনা আমাকে তাড়িয়ে ফিরছে। ঘাড় ধরে বসিয়ে রেখেছে বই ছেড়ে উঠতে পারছিনা। ক্লাসে যাচ্ছি নিয়মিত সন্দীপ বাবুর কড়া নজর ফাকি দেবো সাধ্য কি? আমার ইচ্ছাশক্তি প্রখর,এই শক্তি দিয়ে হেন অসাধ্য কাজ নেই আমি করতে পারিনা। বোজোদির শেখানো মন্ত্র আওড়াই মনে মনে। সেদিন রুপাইয়ের ধারে দময়ন্তীর মুখেও ভ্যাদলামুলের গন্ধ পেয়েছিলাম আমি।একদিন রাস্তায় ভোলার সঙ্গে দেখা।সেই হাসি-হাসি মুখ নেই বেশ গম্ভীর। --কিরে ভোলা তোকে আজকাল দেখিনা,পার্টি অফিসে যাস না? --সময় পাইনা মনাদা। --কেন কি রাজ-কাজ করিস? --রাজ-কাজ নয় গো,দিদিমণির স্কুলে কাজ পেয়েছি।দশটা-পাঁচটা ডিউটি। ভোলাকে এভাবে বলা ঠিক হয়নি। অনুদি সবার জন্য ভাবে।যারা সবার জন্য ভাবে তাদের দেখলে মন ভাল হয়ে যায়। চলে যাবার জন্য পা বাড়িয়েছি, ভোলা বলল, মনাদা দিদিমণি তোমার কথা জিজ্ঞেস করছিল,পারলে একবার দেখা কোরো। অনুদির সঙ্গে আড়াইডাঙ্গা থেকে ফেরার পর দেখা হয়নি। দময়ন্তী সপ্তাহে একবার দেখতে আসে ওর মাকে।একদিন দাঁড়িয়ে আছি রিক্সাস্ট্যাণ্ডে, এই পথে প্রতিদিন ফেরে অনুদি। স্টেশন থেকে বের হল একটি ছেলে কাছে আসতে চিনতে পারলাম পরিতোষ--স্কুলের ফার্ষ্ট বয় ছিল।আশুস্যরের খুব প্রিয়। জিজ্ঞেস করলাম,কেমন আছো? থমকে দাঁড়িয়ে আমাকে দেখে হেসে বলল,তুমি মনোজ না? --চিনতে পেরেছো তা হলে? --ওমা চিনবো না কেন? তুমি তো বিরাট কাজ করেছো।ফাইন্যাল হয়ে গেছে? --না রেজাল্ট বেরোয়নি এখনো। তারপর ভাইবা আছে। তুমি কি করছো? --আমি? হালিশহরের একটা স্কুলে আছি। তা প্রায় সাত-আট মাস হয়ে গেল। --কোন সাবজেক্ট? --ভুগোল নিয়ে পাস করেছি। একজন রিক্সাওলা এসে বলল, আপনাকে ডাকছে। তাকিয়ে দেখলাম অনুদি। --আচ্ছা পরিতোষ আসি। অনুদির কাছে যেতে বলল, কিরে আমাকে ভুলে গেছিস? পরীক্ষা কেমন হল? --তোমাকে ভুলবো? অনুদি আমার মায়ের পরে তুমি--। --বাঃ বেশ মিথ্যে বলতে শিখেছিস? তুই তো এমন ছিলি না? --বিশ্বাস না করলে কিছু করার নেই।আমি আমার কথা বললাম। --বকবক না করে রিক্সায় ওঠ। দুজনে রিক্সায় পাশাপাশি বসলাম। রিক্সা কিছুটা এগোতে অনুদি জিজ্ঞেস করে, ছেলেটা কে রে? --ও-ও তুমি পরিতোষের কথা বলছো?আমাদের স্কুলের ফার্ষ্টবয় ছিল। এখন হালিশহর না কোথায় শিক্ষকতা করছে। --তোর মলিনাবৌদির বর জামিন পেয়ে ফিরে এসেছে,জানিস? এখন প্রমোটারি করছে। 'তোর মলিনাবৌদি' কথাটা কানে বাজে। আড় চোখে অনুদিকে দেখে বললাম, এসব খবরে কোন আগ্রহ নেই আমার।কে জামীন পেল কি জেলে গেল আমি শুনে কি করবো? রিক্সা অনুদির বাড়ির সামনে দাঁড়ালো।মেজাজটাই বিগড়ে গেছে হুট করে চলে যাওয়া যায়না। --দাঁড়িয়ে রইলি কেন,ভিতরে চল।অনেক কথা আছে। অনিচ্ছে সত্বেও ভিতরে যেতে হল। আমি একটা সোফায় বসলাম,অনুদি কাঁধের ব্যাগ একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখল। বাথরুমে চলে গেল অনুদি। বনানী বৌদি সুগতদার বউ চা দিয়ে গেলেন।অনুদি ফিরে এসে সোফায় বসতে বসতে বলল, তারপর বল কি খবর? --কিসের খবর?পরীক্ষা হল বসে আছি কি হয়? --কিছু খবর রাখিস না? তোরা ছেলেরা কিভাবে উদাসীন থাকিস বুঝিনা। আমরা আবার কে কে? অনুদি কোন খবরের কথা বলতে চাইছে। জিজ্ঞেস করি,তুমি কাদের কথা বলছো? --দময়ন্তীর বিয়ের কথা চলছে তুই জানিস না? মনটা খারাপ হয়ে গেল।দিয়া কিছুই বলেনি আমাকে।সব কিছুর জন্যই প্রস্তুত আছি আমি।নিজের মনের অবস্থা বুঝতে না দিয়ে বললাম,কার বাড়িতে কি চলছে সে খবর রাখার দায় কি আমার? --ডাক্তার সেনের বন্ধুর ছেলে--ডাক্তার।তার সঙ্গে বিয়ে দেবার ইচ্ছে--। --একদিন তো কাউকে না কাউকে বিয়ে করতেই হতো। ভালই হল দুজনে ডাক্তার! --তোর খারাপ লাগছে না? --খারাপ লাগলে কি করতে পারি?বরেনদা বলেন, মানিয়ে চলতে হয়।শিক্ষার উদ্দেশ্য adjustment... তুমি বলেছিলে বিয়ে করবে--করো নি। বোজোদি খুন হয়ে গেল--আমি চাইনি--তবু মানিয়ে নিয়েছি। অনুদি হেসে ফেলে বলে, তুই আমাকে এখনো ভুলতে পারিস নি তাই না? --পারলে মন্দ হতনা কিন্তু অতটা অকৃতজ্ঞ হতে পারলাম কই? --ও কৃতজ্ঞতা, ভালবাসা নয়? --ভালবাসা বাদ দিয়ে কৃতজ্ঞতা হয় নাকি? --তুই দময়ন্তীকে ভালবাসিস না? --খুব ভাল মেয়ে, কে না ওকে ভালবাসবে? আর ভালবাসি বলেই স্বার্থের কথা না ভেবে ওর সুখ কামনা করি। --ইচ্ছে করছে তোর গালে ঠাশ করে এক চড় লাগাই--। --তুমি দিদিমণি তাই তোমার ঠাশ করে চড় মারতে ইচ্ছে হয়। তোমাকে একটা ঘটনার কথা বলি, সুদেষ্ণাদি জানে।আমাদের ব্যাচের একটি মেয়ে ধনী পরিবার। একটি ছেলের সঙ্গে প্রেম হল,ছেলেটির আর্থিক অবস্থা ভালো নয় ।মেয়েটির বাড়িতে ঘোর আপত্তি। ছেলেটি মেয়েটিকে বোঝাল যদি প্রেগন্যান্ট হয়ে যায় তাহলে বাপ-মা তাদের বিয়ে মেনে নিতে বাধ্য হবে। যেই ভাবা সেই কাজ কিন্তু শেষ রক্ষা হলনা।মেয়েটির বাবা জানতে পারল এবং মেয়ের গর্ভপাত করিয়ে,প্রভাব খাটিয়ে ছেলেটিকে জেলে পাঠিয়ে দিয়েছে। অনুদি আমি বিশ্বাস করিনা প্রেমে কোন কৌশল হয়। অনুরাধা অবাক হয়ে শুনছিলেন, দাঁত দিয়ে ঠোট কামড়ে কি যেন ভাবল। তারপর বলল, তুই কি বলতে চাস আমি কৌশল করেছি? --আমি কিছু বলতে চাইনি।তুমি জানো তুমি কি করেছো? --শোন মনা তুই যথেষ্ট পরিণত বুদ্ধি।স্বীকার করছি, ছেলেদের প্রতি একটা বিতৃষ্ণা জন্মেছিল মনে। মনে করতাম ছেলেরা লোভী। ইচ্ছে হল পরীক্ষা করি ধারণাটা সঠিক কিনা? তোর সামনে পুর্ণাঙ্গ নারীকে মেলে ধরেছি,অবাক বিস্ময়ে দেখলাম তোর চোখে মুখে নিঃস্পৃহতা। আমার নারী-সত্ত্বা আহত--ক্ষিপ্ত হল পরাজয়কে কিছুতে মেনে নিতে পারিনি।মরীয়া হয়ে তোকে মিলিত হতে বাধ্য করেছি।তুই আমার থেকে অনেক ছোট সমাজ আমাদের মেনে নেবেনা--শান্তিতে বাচা দুঃসহ হয়ে উঠবে। আমি তোর জীবনটাকে নষ্ট করতে চাইনি।ভেবে দেখলাম জীবনে চলার পথে একজন সঙ্গি অত্যন্ত প্রয়োজন, রাজদীপকে বিয়ে করছি। ওকে হয়তো ভালবাসিনা কিন্তু ওর মধ্যে দেখেছি ভদ্রতাবোধ, অন্তত চুক্তি ভঙ্গ করবেনা। অনুদি সম্ভবত দাদার কথা বোঝাতে চাইছে।অনুদির মুখের দিকে তাকিয়ে দেখলাম আমাকে দেখহে।আমি বললাম,একটা কথা বলছি হয়তো একটু রুঢ় শোনাবে। অনুদি আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি,নিজের দিকে তাকাবার কথা ভাবিনা। নিজের বেলা যা খেলা অন্যে করলে তাকে আখ্যা দিই বেইমানি? --তুই আমাকে যা খুশি বল,আমি তার উত্তর দেবোনা। তুই বলেছিস নিজের স্বার্থ নয় অন্যদিকটাও দেখা উচিত।মনা তোকে বোঝাতে পারব না বিশ্বাস করবি না আমি জানি।একটু আগে তুই-ই বলেছিস ভালবাসলেই বিয়ে করতে হবে? --এবার শোনো দময়ন্তীর কথা।আমার দিক থেকে সমস্যা এলে আমি দেখতাম। সমস্যাটা দময়ন্তীর তাকেই তার মোকাবিলা করতে হবে। দিয়ার জন্য আমি কতদূর যেতে পারি তুমি কল্পনাও করতে পারবেনা। কিন্তু কৌশলকে আমি ঘৃণা করি। কবি অনুরাধা বসু মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকে।দুই ভাইয়ের মধ্যে কি দুস্তর ব্যবধান। সে যে ভুল করেছে, দময়ন্তী সেই ভুল করেনি।ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে চুমু খেতে।অতি কষ্টে নিজেকে সংযত করে।বয়সের তুলনায় মনা অনেক পরিণত।
Parent