রুপকথা নয় (Completed) - অধ্যায় ২০

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/রুপকথা-নয়-completed.4039/post-657584

🕰️ Posted on Mon Oct 21 2019 by ✍️ Arunima Roy Chowdhury (Profile)

🏷️ Tags:
📖 628 words / 3 min read

Parent
Last Part । অন্তিম পর্ব। গোছগাছ বলতে গেলে সারা,এখন রাত পোহানোর অপেক্ষা। ব্যাগ খুলে আর একবার দেখে নিই কিছু বাকি থাকলো কিনা? চিত্রা সিং অপেক্ষায় আছেন আমি কবে যাবো। দক্ষিণ চব্বিশ পরগনায় চিত্রা সিং বদলি হয়েছেন।তার জায়গায় আমাকে যেতে হবে। মলিনাবৌদি পোয়াতি হয়েছে,অনুদি আমার ব্যাপারটা জানে।কেন যে অনুদিকে সব বলতে গেলাম? সন্ধ্যেবেলা অনুদির সঙ্গে কথা হল কিছু বলেনি ঐসব ব্যাপারে।সরোজমোহনের ভাই হওয়া সত্বেও অনুদি আমার জন্য যা করেছে কোনদিন ভুলবোনা।অনুদি বলছিল আর জন্মে আমাকে বিয়ে করবে।কিন্তু দিয়াও যদি তা বলে কার কথা শুনবে ভগবান?বাক্সের ডালা এবার বন্ধ করা যাক মা থাকলে এসব আমাকে করতে হতনা।যাঃ লোড শেডিং--ভাগ্যিস গোছগাছ শেষ।আকাশে জ্যোতস্না ফুটফুট করছে।জানলা দিয়ে আলো এসে পড়েছে। হ্যারিকেন জ্বালতে গিয়েও জ্বাললাম না।বিছানায় পা ঝুলিয়ে বসে আছি।আড়াই ডাঙ্গায় লোড শেডিংয়ের বালাই নেই।সেখানে অনেক কাজের লোক।খুব ইচ্ছে করছিল যাবার আগে দিয়ার সঙ্গে একবার দেখা হোক।আবার যখন হিজল তলিতে ফিরব দিয়া হয়তো তখন নতুন জীবন শুরু করেছে শ্বশুরবাড়ীতে। কে যেন পিছন থেকে জড়িয়ে ধরতে চমকে উঠে বলি, কে-এ-এ? খিলখিল করে হেসে উঠল দময়ন্তী,তুমি যে বল আমার গন্ধ নাকি টের পাও? --ও তুমি? আচমকা বুঝতে পারিনি। দেখেছো গায়ের লোম কিরকম খাড়া হয়ে গেছে। আধো আলো-অন্ধকারে দিয়াকে কেমন রহস্যময়ী মনে হয়। --কবি তোমাকে কি কথা বলছিল? --কে অনুদি? অনুদি বলছিল সেন্টারের টাকা তোমাক ফেরত দিতে। --একবার ফেরত দিয়ে দ্যাখো?চোখ পাকালো দময়ন্তী। --আমি কি বলেছি দেব? তুমি কি সবার সঙ্গে এরকম চোখ রাঙ্গিয়ে কথা বলো? --সবাই আর তুমি কি এক?আচ্ছা মোন,আমি কি শুধু জোর করে সম্পর্ক গড়েছি? --জোর করে শরীরের দখল পাওয়া গেলেও মনের নাগাল পাওয়া যায়না।..অনাদরে অবহেলায় যাচ্ছিলাম ভেসে ভেসে... অবশেষে শান্তি পেলাম তোমার ঘাটে এসে... ঐ বুকে রেখে মাথা...ভুলে যেতে পারি সকল দুঃখ-গ্লানি -হৃদয়ের যত ব্যথা...। --কবির প্রভাব পড়েছে দেখছি। --দিয়া আমি সব শুনেছি। --তুমি ছাই শুনেছো।আচ্ছা মোন, মা কি তোমাকে হাতে করে ভাত খাইয়ে দেয়, নিজে ভাত তুলেও খেতে পারো না? মনে পড়ল পরীক্ষার সময় আমি পড়তাম আর মা ভাত মেখে দলা পাকিয়ে মুখের সামনে ধরতো।দিয়া কি করে সে কথা জানলো?কে ওকে বলতে পারে? আচমকা 'আমার বুদ্ধুরাম' বলে দময়ন্তী নিজের বুকে আমার মাথা চেপে ধরে। আমার গালে নাকে চোখে মুখে পাগলের মত চুমু খায়।আমি দিশাহারা বোধ করি, হঠাৎ প্যান্টের জিপার খুলে কোমর হতে প্যান্ট প্যানটি নামিয়ে দিল। আমি নিচু হয়ে বসে দেখলাম তল পেটের নীচে মসৃণ ত্রিকোণাকৃতি পেলব অঞ্চল একপ্রান্তে ঈষৎ চেরা। চেরার উপর নাক স্থাপন করে দীর্ঘশ্বাস নিলাম। দিয়া চোখ বুজে মাথা পিছনে হেলিয়ে দিল থর থর করে কেপে উঠল সারা শরীর। অনাস্বাদিত এক অনুভুতিতে ভেসে যাবার প্রতীক্ষা। যোনীতে ঠোট রেখে চুমু খেলাম।সম্বিত ফিরতে ধীরে ধীরে প্যানটি আর প্যান্ট কোমরে তুলে দিয়ে বললাম, দিয়া বিয়ের আগে এসব না..। উজ্জ্বল জ্যোৎস্নালোকিত আকাশ মুহূর্তে মেঘে আচ্ছাদিত হল। দময়ন্তী ধপ করে খাটে বসে পড়ে,দৃষ্টি আনত। ঘরে নেমে এল দুঃসহ গভীর নীরবতা।অসহায় বোধ করি। আমি ফিস ফিস করে জিজ্ঞেস করলাম, দিয়া তুমি কি রাগ--? কথা শেষ করতে না দিয়ে হাত তুলে বলল,ব্যস-ব্যস--এনাফ-। অপ্রস্তুত বোধ করি,কি করবো বুঝতে পারিনা।লজ্জায় অপমানে যেন মাটিতে মিশে যেতে চাইছে।চোখ তুলে তাকাতে পারছে না।আমি কি করব ওর পায়ে ধরবো আড়চোখে দেখলাম,ফ্যাল ফ্যাক করে আমাকে দেখছে।আমি মাটির দিকে চোখ নামিয়ে নিলাম।একসময় হাত দিয়ে মাথার চুল ঘেটে দিল তাকিয়ে দেখলাম ওর গালে টোল পড়ল, আমি স্বস্তি বোধ করি। মৃদু স্বরে দিয়া বলল,বুদ্ধুরাম এই অবস্থায় সব মেয়েরই রাগ হবার কথা, প্রথমে আমারও হয়েছিল। পরে বুঝলাম এতো অপমান নয়,আমার প্রতি সম্মান। মোন তোমার প্রতি আরো বেড়ে গেল আমার শ্রদ্ধা।কি ভাবছো? অন্ধকারে,আমাকে পৌছে দেবে না? --হ্যাঁ,চলো তোমাকে পৌছে দিয়ে আসি--রাতও হল।আমি দ্রুত গায়ে জামা গলিয়ে নিলাম। দুজনে পাশাপাশি হাটছি নীরবে।নিঝুম অন্ধকার,গাছের পাতায় জমাট বেধে আছে। কোথাও এক রাতচরা পাখি ডেকে উঠল। একসময় নীরবতা ভেঙ্গে দময়ন্তী জিজ্ঞেস করল,মোন তুমি কবে আমাকে তোমার কাছে নিয়ে যাবে? --আচ্ছা আমি কোনদিন কিছু ঠিক করেছি। সব তো তুমিই ঠিক করেছো যা করার। আমার চুলের মুঠি ধরে নেড়ে দিয়ে বলল, হুম খুব কথা শিখেছো?শোনো চিত্রা না কি সিং তার সঙ্গে বেশি কথা বলবে না,দায়িত্ব বুঝে বিয়ে বিদায় করবে। --উনি তো যাবার জন্য পা বাড়িয়ে আছেন। --জানো মোন, আমাদের বিয়েতে মা সাক্ষী হিসেবে থাকতে রাজি হয়েছে।অনুরাধা বসুও থাকবেন।পৌঁছে ফোন করবে।ফোন দিলাম কি করতে?
Parent