রুপকথা নয় (Completed) - অধ্যায় ২১
হঠাৎ একসময় খেয়াল হল দিয়া পাশে নেই। পিছন ফিরে দেখলাম দাঁড়িয়ে পড়েছে পথের মাঝে।কি ব্যাপার? শরীর তরীর খারাপ হলো নাতো ? আমি কাছে এগিয়ে যাই। সামনে গিয়ে দারাতেই আমার মুখে দিকে অদ্ভুত চোখ তুলে তাকালো, অন্ধকারেও বুঝতে পারি চোখের ভাষা। মাথা নামিয়ে ওর ঠোটের উপর আমার ঠোট রাখলাম। দু-হাতে গলা জড়িয়ে ধরল আমার।
তারপর আমাকে ছেড়ে দিয়ে আমার চোখে চোখ রেখে বলল," বলেছিলাম না গোঁসাই আমাদের মিলন হবে, একদিন"| দিয়ার মুখে এই কথা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না আমি| বিস্ময়ে এবং আনন্দে দিয়াকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম | এক সুন্দর মিষ্টি গন্ধে সেই রাতের পরিবেশ স্বর্গীয় হয়ে উঠলো| এজে আমার খুবই চেনা গন্ধ |
"সেই ভ্যাদলা মুলের গন্ধ"
।।সমাপ্ত।।