রূপান্তর ❤️ - অধ্যায় ৩
গিন্নীমা মমতাজ বেগমের পিঠ ডলে যখন দিত প্রায়ই ধমক দিয়ে বলতে হয় রাশুকে - বগলের লোম এত লম্বা হচ্ছে কেন, বটতলায় কানুশীলের কাছে গিয়ে কামিয়ে আনা যায় না ?? গিন্নীমা টাকাও দেয় কিন্তু রাশু দিব্যি অন্য কিছু খেয়ে টাকা শেষ করে, বগলের লোমে গিন্নীমার সমস্যা কি ও জানেনা। কিন্তু বড়মা যখন ওর সামনে পিড়িতে বসে মাথায় এলুমিনিয়ামের মগ দিয়ে পানি ঢালে তখন বড়মার ফর্সা হালকা লোমে ঢাকা ভেজা বগল রাশুর খারাপ লাগে না, কিন্তু সে তো বড়মার মত এত ফর্সা না। আর বড়মা গোসলের পড়ে অবলীলায় রাশুর সামনে বগল তুলে পাউডার দানির পাফ হতে পাউডার লাগায়, ছোট বেলায় রাশুকেও লাগিয়ে দিয়েছে, কিন্তু রাশু এখন খুব বেয়াড়া হয়ে গেছে, এটা বড়মাও অভিযোগ করে, যেমন আগে রাশু বড়মার সাথে গোসল করত, ইদানিং বছর দুয়েক হল সে বাড়ীর সামনে পুকুরে সাঁতরায়, গোসল করে, তাই অগত্যা পিঠ আর ঘাড় ডলার লোক হিসাবে কাজের বেটি বাতাসীকেই ডাকতে হয়।