রূপান্তর ❤️ - অধ্যায় ৩৯
এর আগেও রাশু বড়মার পিঠ ডলেছে কিন্তু এই কাজটা মুলত করে বাতাসী, সে আজ নেই। কি আর করা রাশু আটকা !!!
- এই যে নবাবপুত্তুর , আসেন।
পাকুনির মাকে বিদায় দিয়ে বড় ডাক দিলেন,
- আমার গোসল খানায় আসেন, আর আপনেও গামছা তবন নিয়া আইসেন। ঘাড়ে তো মনে হয় ছয় মাস ধইরা সাবান পরে না।
রাশু এর মানে জানে, বড়মার সাথেই গোসল করতে হবে। বড়মাও রাশুর শরীরে সাবান ডলে দিবেন।