শেষ বেঞ্চের ছাত্র - অধ্যায় ১৩
পরবর্তি অংশ...
সেই দিন বিকেল বেলায়...
বীণা: চল মেলা থেকে ঘুরেই আসি।করোনা আবহে অনেকদিন সেই রকম ঘোড়া হয় নি।
চল।
রাজু:চলো।তবে।যাও রেডি হয়ে এসো মাসী।
বীণা: ওকে।কোন শাড়ীটা পড়বো রে বেটা!
রাজু: তোমাকে মা গত বছর যে সিনথেটিক নিল শাড়ীটা দিয়েছে।সেই সারিতাই পর।তোমায় হেব্বি লাগবে।
বীণা: কি যে বলিস।আমি কি সেই যুবতী আছি যে হেব্বি লাগবে।
রাজু: কে বলল তুমি বুড়ি হয়েছে।দিন দিন তো ছুরি হয়ে যাচ্ছ।
বিনা:তোর থাপ্পড় খাবার সখ হয়েছে বুঝি!(হাসতে হাসতে)
রাজু: তুমি মারতেই পারো ।
বীণা: আর নাকামু করতে হবে না।আমি ওই নীল শাড়ীটা পরে আসছি।
রাজু: ওকে।মাসী।
একটু পরে বিনা মাসী...
হাসির মিষ্টি আবেশে রেডি হয়ে এলে রাজু চোখ ফেরাতেই পারছে না।দেখেই যাচ্ছে।আর এমন হা করে তাকানো দেখে...
বিনা(দুষ্টুমি হাসিতে): আমায় দেখলে হবে কি! বিকেল গড়িয়ে যে সন্ধ্যা নামবে. বাপুর কি সেই তাক আছে!
রাজু: এমন সুন্দরী সামনে দাড়িয়ে থাকলে কি চোখ ফেরানো যায়! কি অপরূপ সুন্দরী তুমি।
বিনা: কি জে বলিস ।লজ্জা করে না বুঝি আমার!
রাজু: যা সত্যি তাই বলছি
বিনা: আর কথা নয় রাতে আবার রান্না করতে হবে।চল এবার।
এই বলে বিনা মাসী আমার হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে গেল।আর বাইকে করে একটু পর মেলা প্রাঙ্গণে হাজির হলাম
মেলা প্রাঙ্গণে চারিদিকে হরেক স্টল।আর মেলায় অসংখ্য মানুষের জনসমাগম।আমি ও মাসী ঘুরে ঘুরে মেলার স্টল দেখতে থাকলাম।মাসী ঘরের কিছু জিনিস কিনতে থাকল।মেলা ঘুরতে ঘুরতে মাসীর হঠাৎ সখ হল নাগর দোলায় চরার।আমায় কিছুতেই চাপতে চাচ্ছি না।
মাসী রাগ করতে করতে আমায় ভীতুর ডিম বলল।আমি তবুও চাপতে চাইছি না।মাসী তখন বলল আমায় একটুও ভালো basis না তুই।ভালো বাসলে চাপটিস।
আমি : না মাসী আমি তোমায় বড্ড ভালোবাসি।এই তো চাপতে যাচ্ছি।
বীণা: তাই।বেশ।
আমি (মাসীর পাশে নাগরদোলায় বসলাম।নাগর দোলা ঘুরতে থাকলে ভয়ে আতস্থ হয়ে মাসীকে শক্ত করে জড়িয়ে ধরলে।মাসী মিষ্টি করে হাসল।আমি মাসীর ফল দুটো শক্ত করে জরিয়ে।ভয়কে জয় করলাম।নাগর দোলায় ঘুরে শেষ হলে...
মাসী: এই তো নাগরদোলা ঘুরলি।
আমি: তুমি ছিলে পাশে তাই ঘুরলাম।
মাসী: বেশ।