শেষ বেঞ্চের ছাত্র - অধ্যায় ১৮
শেষ বেঞ্চের ছাত্র...04.06.2023
Next part....
সেই দিন রাত্রি 7 টার আগেই রাজু বাড়ি এসে মাকে কিচেন রুমে দেখে ।আর ভাবে এখনও রান্না ঘরে! আর ...
রাজু: মা এক কাপ লসি করে দাও তো! গরমের যা তাপ প্রবাহ।ভালো লাগে না আর!
টিনা: তুই ঠিক বলেছিস।গরমে থাকা যাচ্ছে না।আর তাই তো আজ টি শার্ট পরে আছি।
রাজু: টি শার্ট পরে আছো ,,আমি প্রথমে ভেবেছিলাম কোনো পাশের বাড়ির কাকী।পিছন থেকে।
টিনা: তুই তো কিছু মনে করিসনি ।
রাজু: না গো মা,না।গরমে এই সব টিশার্ট পরে থাকায় তো ভালো।
টিনা হাসতে হাসতে লস্যি বানিয়ে) নে বেটা।লস্যি নে।আমি ততক্ষন ওই সারী আর ম্যাচিং ব্লাউজ পড়ে আসি।
রাজু: ওকে।মা। যাও।পড়ে এসো।