সর্ষের মধ্যে ভুত - অধ্যায় ২৪

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/সর্ষের-মধ্যে-ভুত.79756/post-4594352

🕰️ Posted on Wed Apr 20 2022 by ✍️ Manali Bose (Profile)

🏷️ Tags:
📖 593 words / 3 min read

Parent
তারপর.. ভালো লাগছিল না আর দাঁড়াতে। ঠিক করলাম এখান থেকে চলে যাবো। সন্ধ্যে বাড়ী ফিরবো। সুস্মিতার সাথে আমার আর থাকা সম্ভব নয়। কিন্তু সুস্মিতা যদি অর্ঘ্যকে দাবি করে বসে? না অর্ঘ্যকে ওর কাছ থেকে ছিনিয়ে নেব। ঠিক করলাম আর বাড়ী ফিরবো না। অর্ঘ্যকে নিয়ে সোজা চলে যাবো অন্যত্র। এমন মায়ের কাছে তার সন্তানকে রাখবো না। অর্ঘ্যকে স্কুল থেকে নিয়ে সোজা চলে গেলাম ভিক্টরিয়া মেমরিয়াল। ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। ও বারবার বলতে থাকলো- বাবা বাড়ী যাবো কখন? আমি এর উত্তর দিতে পারছিলাম না? আমাকে গম্ভীর থাকতে দেখে ছেলেও চুপচাপ হয়ে গেছে। ঝিলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আইসক্রিম খেয়ে চলেছে। এতক্ষনে বাড়ীতে থাকলে সারাক্ষণ দুষ্টুমি করে বেড়াতো। ছেলের দিকে চেয়ে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। নিজের বাড়িটার কথা ভাবলেই নরক মনে হয়। সুস্মিতার সাথে এক বাড়ীতে আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। চোখের সামনে বীর্য্য মাখা সুস্মিতার মুখটা ভেসে উঠলেই গা ঘিনঘিন করে ওঠে। বুকের পাঁজরে একটা যন্ত্রনা হয়- আমার আট বছরের বিবাহিত স্ত্রী, আমার বাচ্চাকে যে পেটে ধরেছে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এখন কোথায় যাবো? মেদিনীপুরের পৈত্রিক ভিটেতে ফিরে গেলে ওখানে কি জবাব দেব? তাছাড়া এখন ছুটিও মিলবে না। অসহায় বোধ করতে থাকলাম। হঠাৎ অর্ঘ্য বলল বাবা দেখ ব্যাঙ? ঝিলের দিকে তাকিয়ে দেখলাম একটা নয় দুটো ব্যাঙ। একটার উপর আর একটা চেপে আছে। ---বাবা দুটো ব্যাঙ? ব্যাঙ দুটো সঙ্গমের সুখে নিশ্চল হয়ে আছে। পুরুষ ব্যাঙটা মেয়ে ব্যাঙটাকে দাবিয়ে রেখেছে। সমাজের নিয়মই পুরুষ তার স্ত্রীকে ডমিনেট করবে। হয়তো স্ত্রীও চায় তার পুরুষসঙ্গী তাকে ডমিনেট করুক। আমি কি সুস্মিতাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করিনি। সুস্মিতা আর পাঁচজন দায়িত্বশীল গৃহিনীর মতই। নিজে চাকুরীজীবি বলে ওকে কখনো স্বামীর উপর কর্তৃত্ব করতে দেখিনি। বরং ও আমার সাথে কো-অপারেট করে যৌথ ভাবে সংসার চালাতে চেয়েছে। কখনো নিজের স্বাচ্ছন্দের কথা ভাবতে দেখিনি। কিন্তু ওর মধ্যে গোপনে কি আরো বেশি কিছু চাহিদা ছিল? ও একবার ওর গোপন ফ্যান্টাসির কথা বলেছিল। যেখানে ওর মধ্যে ছিল প্রবল পুরুষের কর্তৃত্ব। স্যাডিজমের মত চাহিদা তো ওর আগে থেকেই ছিল। পাগল ওসমান ওর ওপর সেই কর্তৃত্ব, সেই ধর্ষকামি চাহিদা পূরণ করেছে। অন্যকে পীড়ন করে যে যৌনসুখলাভের বিকার খুনের আসামি একদা মুসলমান কসাই এই পাগলের মধ্যে রয়েছে, সেই পীড়িত হয়ে যৌনতৃপ্তি লাভের বিকৃতি তেত্রিশ বছরের ম্যাচিওর শিক্ষিকা আমার স্ত্রীর মধ্যে রয়েছে। তারা একে অপরের পরিপূরক। নিজেকে এই সংসারে তুচ্ছ মনে হচ্ছিল। যে পুরুষ নিজের স্ত্রীকে সামলাতে পারে না- তার আর কি ব্যক্তিত্ব আছে। এমন শিক্ষিতা সুন্দরী গৃহকর্মে নিপুণা স্ত্রী পেয়ে আমার যে গর্ববোধ ছিল তা যেন চুরমার হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম পাঁচটা বাজে। অর্ঘ্য বলল- বাবা কাল ইংলিশ আছে। আমি চমকে গেলাম। ওহঃ অর্ঘ্যর তো পরীক্ষা চলছে! কিন্তু কোনোমতেই বাড়ী ফিরতে মন চাইছিল না। বাড়ী ফিরে সুস্মিতার হাতে চা খেয়ে যে তৃপ্তি লাভ করতাম- সেই সুস্মিতার মুখটা আজ দেখতে চাই না। চাইলে কোনো কলিগের বাড়ীতে যেতে পারি, কিন্তু সেখানে গিয়ে কি বলবো? হঠাৎ নিজের বাড়ী থাকতে এ শহরে ছেলেকে নিয়ে কেন অন্যের বাড়ীতে? হঠাৎ ফোনটা বেজে উঠলো। সুস্মিতা ফোন করেছে। ধরবো কি ধরবো না করতে করতেই ফোন ধরে ফেললাম- সুস্মিতা ওপাশ থেকে বলল- সমু তুমি অর্ঘ্যকে স্কুল থেকে নিয়ে গেছো? আমি কি বলবো, ভাবতে পারলাম না। খালি গম্ভীর ভাবে বললাম হুম্ম। ---আরে ফোন করে বলতে তো পারতে। আমি স্কুলে ফোন করলাম- -ওরা বললো ওর বাবা এসে নিয়ে গেছে। আমি কিছু বললাম না। সুস্মিতা বলল- তোমরা এখন কোথায়? জানো কাল ওর পরীক্ষা আছে। বাবা হয়ে তোমারও কিছু দায়িত্ববোধ আছে নাকি? আমার মধ্যে যেন বিস্ফোরণ ঘটলো- তোমার কি দায়িত্ববোধ আছে? ---সমু কি হল তোমার? কি হয়েছে। আমি ফোনটা কেটে দিলাম। তারপরে সুস্মিতা আবার ফোন করলো, ধরলাম না। একটা রাগ জমতে থাকলো। মনে মনে ভাবলাম- বাড়িটা আমার, আমি কেন লুকিয়ে লুকিয়ে বেড়াবো। আজ এস্পার-ওস্পার করে ছাড়বো। অর্ঘ্যকে নিয়ে ট্যাক্সি ধরলাম। সচরাচর আমার রাগ দ্রুতই পড়ে যায়। কিন্ত যত সময় গড়াচ্ছে রাগ যেন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। *****
Parent