সর্ষের মধ্যে ভুত - অধ্যায় ৩০

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/সর্ষের-মধ্যে-ভুত.79756/post-4596806

🕰️ Posted on Thu Apr 21 2022 by ✍️ Manali Bose (Profile)

🏷️ Tags:
📖 439 words / 2 min read

Parent
কাল রাতে যা বলেছিলাম তা সুস্মিতা শুনেছে। সুস্মিতার নিশ্চুপ থাকা, নিজের স্ত্রীকে ব্যভিচারে অনুমতি দেওয়া আর আজ ভোরে অবৈধ প্রেমিকের সাথে সঙ্গম সব মিলিয়ে একটা ড্রামাটিক সকাল শুরু হল। এক নির্বোধের মত নেশা চেপে বসলো। ঠিক করলাম আজ দুপুরে অফিস যাবো না। সুস্মিতাকে গোপনে দেখবো। শক্ত হয়ে উঠছিল পুরুষাঙ্গ। সুস্মিতা স্কুল থেকে ফিরতে তাকে আগের মতোই লাগলো। অর্ঘ্যকে রেডি করা আমাকে অফিস পাঠানো সব কিছুই আগের মত ঠিকঠাক। অফিস থেকে ব্রাঞ্চ ম্যানেজারের ফোন পেয়ে বিরক্ত হলাম। অগত্যা অফিস বেরোলাম। এতবেশি কাজের চাপে সুস্মিতাকে নিয়ে ভাবতে পারিনি। সন্ধ্যে অফিস থেকে ফিরে বাথরুমে স্নানে গেলাম। কুকুরের মত শুঁকতে চেষ্টা করলাম সেই আদিম ঘ্রাণ আছে কিনা। না, কোথাও নেই। সুস্মিতা যখন একবার তার প্রেমিকের সাথে সম্ভোগ করেছে নিশ্চয়ই এই অবাধ্য দুপুরে গিয়ে থাকবেই। সুস্মিতা এখনো স্বাভাবিক হয়ে আছে। আমি অস্থির হয়ে আছি। রাতের খাবারের পর বিছানায় সুস্মিতা আমাকে জড়িয়ে ধরে। ওর গায়ে একটা নীল ম্যাক্সি। আমার শরীর উত্তেজনায় থরথর করে কাঁপছে। আমি নাইটির বোতাম খুলে ওর নগ্ন স্তনে মুখ ঘষতে শুরু করি। প্রবল কামনায় আগুন জ্বলছে শরীরে। দুটো স্তনের মাঝে উন্মাদ হয়ে উঠেছি। গা থেকে শেষ আবরণটুকুও খুলে নিই। নিজের স্ত্রীকে এত প্রবল কামাবেগে ভোগ কখনো করিনি। সেই রাতে মৈথুনের আগুনে সুস্মিতা গোঙাতে থাকছে। কতক্ষন ধরে মৈথুন করেছি জানি না। গর্ব হচ্ছিল প্রথমবার সুস্মিতাকে তৃপ্ত করতে পেরে। দুজনের অনাবৃত আদিম দেহে বিন্দু বিন্দু ঘাম। স্পন্দনের মাত্রা থামতে যে সময়টুকু নেয় সেটুকু পর সুস্মিতাকে বললাম- আজ দুপুরে গুনুর কাছে যাওনি? সুস্মিতা কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর বলল- গেছিলাম শেষবারের জন্য। আমি চমকে উঠলাম শেষবার কেন? যেন নিজের স্ত্রীকে উৎসাহিত করছি ব্যভিচারে! ---আজ দুপুরে মেন্টাল এসাইলাম থেকে লোক এসেছিল, নিয়ে গেছে ওকে। আমি ওই এসাইলামের ওয়েবসাইটে যোগাযোগ করি, বুলুপিসিকে রাজি করাই। ওরা নিয়ে গেছে। মনে হল কোনো কিছুর যবনিকা পড়ল। ডিম লাইটের অন্ধকারে দু-একটা জোনাকি উড়ে আসছে। আমি কোনো কিছু না বলে নিরুত্তর থাকলাম। বজ্রপাতের মতো সুস্মিতাই আমার ধ্যান ভাঙালো। ---সমু আমি প্রেগন্যান্ট... ---তুমি? প্রে... প্রেগন্যান্ট?! না নির্জন আমি আজও জিজ্ঞেস করতে পারিনি আমাদের দ্বিতীয় সন্তান অর্কর পিতা কে? কি করে জিজ্ঞেস করবো? আমিই একদিন বলেছিলাম সুস্মিতাকে ব্যাভিচার করতে। যদিও সুস্মিতা তার আগে থেকেই.. আসলে আমার অনুমতি নিয়ে সুস্মিতার পরকীয়া আর.... পরকীয়ার পরে অনুমতি এ দুইয়ের কিইবা পার্থক্য রইলো? রাত বাড়ছে শমীক বাবুকে পৌঁছে দিয়ে এলাম কামরায়। এমন ইরোটিক গল্প শুনতে গিয়ে তার শেষ পরিণতি এতো জটিল হবে ভাবতে পারিনি। যদি অর্কের বায়োলজিকাল পিতা শমীক বাবু না হন তবুও এই সন্তানের জন্মের কারন শমীক বাবুর ফ্যান্টাসি ও তাঁর স্ত্রীর ব্যাভিচার। সেই অর্থে তাই শমীক ত্রিপাঠী হয়তো পিতৃত্বের দায় অস্বীকার করতে পারেনি। যেমনটি পারেনি স্ত্রীয়ের ব্যাভিচারের দায় এড়াতে। দস্তানা গুলো হাতে পরে বাইরে বেরিয়ে এলাম। শমীক ত্রিপাঠির ফেলে যাওয়া কিং সাইজ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরলাম। মুখ নির্গত ধোঁয়া আর মেঘেরা মিলেমিশে যাচ্ছে- নেমে যাচ্ছে পাহাড়ে ঢাল বেয়ে- যৌনতা ও রিরংসার গোপন জটিলতার মত। (সমাপ্ত)
Parent