সুজাতা, আমার মা, আমার স্ত্রী - অধ্যায় ৩
তবে এখন অগ্রাধিকার ছিল সম্পূর্ণ আলাদা। মায়ের আমার সাহায্য এবং সমর্থন প্রয়োজন। আমি সিদ্ধান্ত নিলাম যে মা কে এই দুঃখ থেকে বের করে আনবো । এক শুক্রবার আমি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলাম।
"দেখো মা আমি তোমার জন্য কি এনেছি।"
"কি এনেছিস ? কোন নতুন সবজি?" মা রান্নাঘরের বাইরে না এসে সেখান থেকেই চিৎকার করে কথাগুলো বললো।
"বাইরে এসে দেখে তো যাও।"
"এক মিনিট অপেক্ষা কর আমাকে প্রথমে রান্না টা শেষ করতে দে।"
"সত্যি তুমি না ."
এই বলে আমি রান্নাঘরে ঢুকে গেলাম আর গ্যাসটি বন্ধ করে মায়ের ডান হাতটি আমার বাম হাতের সাথে চেপে ধরলাম এবং আমার ডান হাতটি তাঁর কোমরের পাশে রেখে রান্নাঘর থেকে টেনে নিয়ে আসলাম আমার ঘরে।
"আরে কি করছিস তুই ?" "এমনকি তোর বাবা আমাকে কখনও এইভাবে টেনে আনেনি।"
"মা আমি এখন বাড়ির অভিভাবক এবং তোমার সব দুঃখ দূর করে আমার একমাত্র কর্তব্য।"
এই বলে প্যাকেট টা খুলে মা কে বললাম " দেখো মা তোমার জন্য একটি নতুন শাড়ি এবং আমি জানি যে এর জন্য তোমার কাছে ইতিমধ্যে একটি ম্যাচিং ব্লাউজ রয়েছে তাই দয়া করে এটা পরে নাও এবং আমরা এখন একটা সিনেমা দেখতে যাবো।"
"না রে আমি পড়বো না। আমি কোনও সিনেমা দেখতে চাই না।"
"ঠিক আছে তাহলে।"
আমার খুব রাগ হলো আর আমি দ্রুত আমার ঘরে চলে এলাম। আমি সেখানে কিছুক্ষণ বসে রইলাম। আমি কী করবো বুঝতে পারছিলাম না তাই আমি আমার গাড়ির চাবিটি নিয়ে বাড়ির মূল দরজাটি ধাক্কা দিয়ে বাইরে চলে গেলাম যাতে আমার মা এটি শুনতে পায় । আমি গাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় দেখলাম আমার মা মূল ফটকের দিকে ছুটে আসছে তবে আমি থামলাম না। আমি একটি বারে গেলাম আর দু পেগ মাল খেলাম । কিছুক্ষন পরে আমি চলে যেতে চলেছিলাম ঠিক তখনই আমার পুরাতন দুই সহপাঠী বারে প্রবেশ করল আমি আবার তাদের সাথে ফিরে গেলাম। তারপরে আমি জানি না আমি কতটা পান করেছি তবে আমি জানি যে আমি আর হাঁটতে পারছিলাম না বা সঠিকভাবে কথা বলতে পারছিলাম না । সেদিন আমার এক বন্ধু আমাকে তাঁর গাড়িতে আমার বাড়িতে নিয়ে গিয়েছিল, অন্যজন আমার গাড়িটি আমার বাড়িতে নিয়ে যায়।
তারা যখন আমাকে ধরে ধরে দরজার দিকে নিয়ে যাচ্ছিলো তখন আমি দেখলাম আমার মা আমার জন্য অপেক্ষা করছে (আমি শুধু এটাই মনে রাখতে পারছিলাম)। পরদিন যখন আমি জেগে উঠলাম আমি মায়ের শোবার ঘরে নিজেকে দেখে হতবাক হয়ে গেলাম। মা কাঁদতে কাঁদতে আমার পাশে দাঁড়িয়ে ছিলো । আমার বন্ধুরা চলে যাওয়ার পরে ঘটনাগুলির কিছু কিছু মনে পড়ছিলো । আমার মনে আছে কীভাবে আমার মা আমাকে বেড রুম এ আনার জন্য কষ্ট করছিলো কারণ তাঁর পক্ষে ধরে আমার ঘরে নিয়ে যাওয়ার শক্তি ছিলো না তাই নিজের ঘরেই আমায় শুইয়ে দিয়েছিলো।
"দেখো মা, যা হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত, তবে এটি তোমার জন্যই হয়েছে , গতকাল তুমি যদি আমার কথা শুনে সিনেমা দেখতে যেতে তবে এমনটি হত না।"
" চুপ কর। তুই বড় হয়েছিস , এখন তোর কোনটা সঠিক এবং কোনটি ভুল তা জানা উচিত।"
"তবে মা .."
"আমার সব দোষ, আমি একজন ব্যর্থ মা।" বলে মা কাঁদতে শুরু করলো।
"মা এটা কী বড় ব্যাপার? আমি এর আগে কখনও মাতাল হয়ে আসিনি, ভুলে যাও, এবার থেকে এরকম আর কোনোদিন হবে না।"
"মোহন তোর যদি কিছু হয় তবে আমি কাকে দেখবো? আমি ইতিমধ্যে তোর বাবাকে হারিয়েছি এবং যদি তোর কিছু হয়?" এই বলে মা কাঁদতে শুরু করল।