উল্টোডাঙা বস্তির একটি পরিবার (Completed) - অধ্যায় ১
একটি ১৫ বাই ১২ ফিটের ছোট্ট ঘর। তার ভিতর থাকে একটি পরিবার। সেই এক ছাতের তলায় থাকে পাঁচ পাঁচটা জনপ্রাণী। সেই পাঁচ পাঁচটা লোকেদের মধ্যে ঘটে চলা বিভিন্ন ঘটনা আসতে চলেছে এবার সবার সামনে।
এই গল্পটা নিতান্তই একটি ছোট গল্প। এটি আদতে ইংরিজি হরফে লেখা আর সংগৃহীত। এই গল্পটিও আসল গল্পের মতনই একই ভাবে শেষ হবে।
উল্টোডাঙা বস্তির একটি পরিবার
এই গল্পটা একটা অলীক বস্তু । অন্যথায় নির্দেশিত না হলে, এই গল্পের সমস্ত নাম, চরিত্র, ব্যবসা, স্থান এবং ঘটনা হয় লেখকের কল্পনার ফসল বা কল্পিতভাবে ব্যবহৃত। প্রকৃত ব্যক্তি, জীবিত বা মৃত, বা প্রকৃত ঘটনাগুলির সাথে কোন সাদৃশ্য থাকা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পটা প্রাপ্তবয়স্কদের জন্য।