চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৬৫
মা একটুখানি পরেই বেরোলো।
মা: এই শাঁকচুন্নী এদিকে আয়। অনি।
আমি: হ্যাঁ
মা: লাঞ্চে যেতে হবে। ড্রেস করে নে। আমি এই শাঁকচুন্নীটাকে করাই।
আমি টিশার্ট আর ট্রাউসার পরে নিলাম।
অন্যরুমে মা আর রীতা। কি বকবক.করছে দুজনে। যা হোক একটু পরে দুজনে বেরোল। মা শাড়ি আর রীতা মিনি স্কার্ট। রীতাকে মা সাজিয়েছে। কি সুন্দর লাগছে রীতাকে।
মা: অনি, দেখ তো শাঁকচুন্নীটাকে কেমন লাগছে।
আমি: দারুন।
রীতা একটু লজ্জা পেল যেন।
মা: চল।
আমরা খেতে গেলাম ডাইনিং এ।