চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৬৬
লাঞ্চের পর।
মা: চল একটু ঘুরে আসি। দেখে আসি।
গাড়ী নিয়ে তিনজনে সাইডসীন দেখতে বেরোলাম। বিভিন্ন জায়গা ঘুরে সন্ধ্যার সময় রিসর্টে ফিরলাম।
রিসর্টে তো সেরকম লোক নেই। আগেই বলেছি কয়েকজন।
দেখলাম রীতা বেশ ক্লান্ত হয়ে পড়েছে।
মা: অনি মেয়েটা খুব ক্লান্ত। আর রাত এগারোটা বাজে। এক কাজ কর।
আমি: কি?
মা: রাতের খাবারটা আজ রুমে বলে দে।
আমি টেলিফোনে বলে দিলাম।
অন্যরুমে গিয়ে দেখি মা শুয়ে আর তার পাশে রীতা। রীতা একদম ল্যাংটো হয়ে শুয়ে আছে। মার পাশে।
আমি: রীতা।
মা রীতার গায়ে হাত দিয়ে শুয়ে।
মা: ডাকছিস কেন? মেয়েটা ঘুমিয়ে পড়েছে।
আমি: খাবে না।
মা: আমি ঠিক খাইয়ে দেব। ডাকিস না।
আমি বসেছিলাম। প্রায় ৪০ মিনিট বাদে খাবার এলো।
আমি: মা এসো তোমরা।
মা: এখানে নিয়ে আয়। মেয়েটা ঘুমোচ্ছে। খাইয়ে দি।
আমি খাবার নিয়ে গেলাম। সত্যিই রীতা ঘুমিয়ে কাদা।
মা: ও রীতা। মা আমার ওঠ। খেয়ে নে সোনা।ও রীতা।
কয়েকবার ডাকার পর উঠল কিন্তু চোখ টানছে। উঠল বটে কিন্তু আবার মার বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করল।
মা: খাবারটা দে। খাইয়ে দি।