চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৬৭
মা রুটির টুকরো রীতার মুখের কাছে নিয়ে গেল।
মা: রীতা
চোখ খুলে তাকালো রীতা। আবার বন্ধ করল চোখ।
রীতা: কি হল?
মা: খেয়ে নে।
রীতা: না মা ভালো লাগছে না।
কথাটা জড়িয়ে জড়িয়ে বলল। বলেই হঠাৎ উঠে পড়ে মাকে দেখে মার গলাটা জড়িয়ে ধরে আবার হাউহাউ করে কান্না।
আমি: কি হল
মা ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় আমাকে চুপ করতে বলল।
মা: এই তো মা আমি। আমি আছি তো। কি হল সোনা।
বেশ খানিকক্ষণ ফুঁপিয়ে নিয়ে উঠে বসল রীতা। বুঝতে পারলাম ওর মার কথা মনে পড়েছে।
মা: খাবার নিয়ে কেউ কাঁদে। আমি সব জানি মা। আমি তো তার মা। বলেছি না।
খাবারটা মুখে নিয়ে হেসে ফেলল রীতা।
মা: (হেসে): শাঁকচুন্নী একটা।
রীতা: উঃ ম।
মা: শাঁকচুন্নী ছাড়া কি? এত বড় মেয়ে। বেহায়া একটা। ল্যাংটো হয়ে আছে। ছিঃ ছিঃ।
আমি হেসে ফেললাম।
রীতা আমার দিকে মুখ করে জিভ বের করে আমাকে ভেংচি কাটল।
মা(হেসে): অনি খেয়ে নে।