ফাঁদ - এক নিষ্পাপ সতী গৃহবধূ - অধ্যায় ১৭
এসব ভাবতে ভাবতে ইরা হোটেলের ভিতর ঢুকে গেলো। রিসিপশনে তখন শুধু একজন সুন্দরী অল্প বয়সী মেয়ে বসে ছিলো। ইরা বুঝতে পারলো এটা মনে হয় হোটেলের রিসেপশনিস্ট। ইরাকে হোটেলে প্রবেশ করতে দেখেই রিসিপশনে থাকা মেয়েটা উঠে দাঁড়াল।
"" ইরা ম্যাম?"" (রিসিপশনে থাকা মেয়েটা ইরার দিকে তাকিয়ে বললো)
ইরা - হ্যা অামিই ইরা।
রিসিপশনিস্ট - ওহ নমস্কার ম্যাম। ইরাবতী হোটেলে অাপনাকে স্বাগতম।
নিজের বরের হোটেলে তাকে এভাবে স্বাগতম জানানোই ইরার অনেকটা হাসি অাসতে লাগলো।
রিসেপশনিস্ট তখন অাবার বলে উঠলো ""ম্যাম সবাই অাপনার জন্যই অপেক্ষা করছে""
ইরা - সবাই কে? অার অামার জন্য কেনইবা অপেক্ষা করছে। রাজীব কোথায়?
রিসিপশনিস্ট - ম্যাম প্লিজ অামার সাথে অাসুন তাহলেই সব কিছু জানতে পারবেন।
ইরা তখন ওই রিসিপশনিস্টের পিছন পিছন হাঁটতে থাকলো। রিসিপশনিস্ট হোটেলের করিডর দিয়ে এগিয়ে পার্কিং লটের পিছন দিয়ে হোটেলের একদম ভিতরে প্রবেশ করলো। ইরাও তখন তার পিছু পিছু হোটেলের একদম ভিতরে প্রবেশ করলো। অাসলে এই ভিতরের জায়গাটা হলো পার্টি বা কোনো অনুষ্ঠান করার জন্য।
ইরাকে ভিতরে দিয়েই রিসিপশনিস্ট সেখান থেকে চলে গেলো। ইরা তখন সেখানে তাকিয়ে দেখলো সেখানে রয়েছে একটা সুইপিং পুল, তার অাশে পাশে বেশ কয়েকটা গাছ অার প্রতেকটা গাছে লাইট জ্বলজ্বল করে উঠছে। অার সবথেকে বড়ো কথা ওই জায়াগাটার প্রবেশপথে একটা গেট তৈরী করা হয়েছে অার সেখানে লেখা রয়েছে ওয়লকাম মাই লাভালি ওয়াইফ। অার ওখানে অনেক মানুষজন অার কয়েকটা ওয়েটার রয়েছে। সবাই হাতে এক একটা মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প-গুজবে মত্ত রয়েছে। ইরা জায়গাটা দেখে পুরোই মুগ্ধ হয়ে গেলো। সমস্ত জায়গায় লাইটের ছড়াছড়ি হওয়ায় পুরো জায়গাটা অালোক সজ্জায় ভরে রয়েছে। ইরা যখন ভিতরে প্রবেশ করলো তখন ওখানে থাকা প্রতেকটা ব্যাক্তির চোখ ইরার দিকে চলে গেলো। অার ঠিক তখনই কিছু অাতশবাজী বিকট শব্দে জোরে জোরে ফেটে উঠলো। এরকম অাকস্মিক শব্দে ইরা একটু চমকে উঠলো। ঠিক তখনই কেউ একজন একটা রকেট অাকাশের দিকে ছেড়ে দিলো।
ইরা তখন অাকাশের দিকে চেয়ে দেখলো রকেটটা অাকাশে গিয়ে বিকট একটা শব্দ করে ফেটে পড়লো অার পুরো অাকাশে অালোকিত হয়ে লেখা উঠলো "সরি মাই ডিয়ার"। ইরা এসবের কোনো মাথা-মুন্ডু বুঝতে পারলো না। ঠিক তখনই ইরার পিঠে একজনের হাত পড়লো। ইরা চমকে পিছন ফিরে তাকিয়ে দেখলো রাজীব ইরার সামনে একটা বক্স হাতে নিয়ে হাঁটু গেঁড়ে বসে রয়েছে। অাচমকা রাজীবকে এভাবে প্রপোজ করার মতো বসে থাকতে দেখে ইরা অনেকটা অবাক চাহুনিতে চেয়ে রইলো।
ঠিক তখনই কয়েকজন ফটোগ্রাফার এসে তাদের দিকে ক্যামেরা তাক করে রইলো। ইরা ফটোগ্রাফারদের দিকে একবার চোখ দিয়েই অাবারও রাজীবের দিকে ফিরে তাকালো।
রাজীব তখন ওই হাঁটু গেঁড়ে বসে থাকা অবস্থাতেই হাতে থাকা বক্সটা ইরার দিকে বাড়িয়ে বলতে লাগলো ""অাই লাভ ইউ সোনা।""
সেই মূহুর্তে ফোটোগ্রাফারদের ক্যামেরা দিয়ে ফ্লাশ লাইটের ঝলাকানি অার ফটো ক্লিক করার শব্দ হতে লাগলো। ইরা তো রাজীবের এই কান্ডকারখানা দেখে পুরোই অবাক। ইরা রাজীবের হাত থেকে সেই বক্সটা নিয়ে নিলো। রাজীব তখন উঠে দাঁড়িয়ে বললো ""সোনা বক্সটা একটু খুলে দেখো""
ইরা তখন বক্সটা খুলে অারও বেশী অবাক হয়ে গেলো। কারণ বক্সের ভিতরে ছিলো একটা দামী সোনার নেকলেস। নেকলেসটার দাম কমপক্ষে ১০ লাখ টাকা তো হবেই। এত দামী নেকলেস পেয়ে ইরার মুখটা যেনো হাসিতে ফেটে পড়লো। রাজীব তখন ইরার হাত থেকে নেকলাসটা নিয়ে ইরার পিছন দিকে গিয়ে নেকলেসটা পরিয়ে দিলো। নেকলেসটা ইরার ব্লাউজ ঢাকা উঁচা বুকের উপর পড়ে রইলো।