সর্ষের মধ্যে ভুত - অধ্যায় ১৬
সুস্মিতা বোধ হয় একটু হেঁয়ালি করতে চাইলো। কিন্তু আমি যে আগে থেকেই অনুমান করে বসে আছি তার জানা নেই।
বলল- প্রেমিক থাকলে রোমান্টিক হতে হবে, এমন কি আছে? আমার বর কি কম রোমান্টিক? বরং প্রেম করলে একজন র-কঠোর...
বলেই থেমে গেল সুস্মিতা।
আমি হেসে বললাম...
তাহলে তোমার বয়ফ্রেন্ড কি সেক্সী 'র(rough) পুরুষ? আমিও কিন্তু র হয়ে যেতে পারি।
---তুমি চাইলেও পারবে না।
---কেন?
---তুমি আমায় ভালোবাসো।
---ভালোবাসলে কি র হওয়া যায় না?
সুস্মিতা কোনো উত্তর না দিয়ে চুপ করে ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে একটা গভীর নীরবতা অবস্থান করলো।
কিছুক্ষন পর আমিই বললাম- সুস্মিতা ধর আমার সাথে বিয়ে না হয়ে একজন রুক্ষ রগচটা পুরুষের সাথে তোমার বিয়ে হলে তুমি ঘর করতে পারতে?
---জানো সমু, ছোটবেলা থেকে ভাবতাম চাকরি-বাকরি করবো। বিয়ে-টিয়ে করবো না। তাই পড়াশোনায় সব সময় নিজেকে নিয়োজিত করেছি। প্রাইমারী চাকরিটা পাবার পর তোমায় বাড়ী থেকে যখন প্রস্তাব আসে তখন প্রথম ভেবেছি বিয়ে করতে হবে। আমিও হঠাৎ করে রাজি হয়ে গেলাম। সত্যি কারে ভালোবাসা প্রথম তোমাকে পেয়েই বুঝলাম।
সুস্মিতা ভীষন কনজারভেটিভ মানসিকতায় বড় হয়েছে। তার প্রেমিক ছিলনা জানতাম। সুস্মিতার জীবনটা অত্যন্ত সাদাসিধেই অতিবাহিত হয়েছে। মেধাবী ছাত্রী হিসেবে ও পড়াশোনা অন্তঃপ্রাণ ছিল।
---সুস্মিতা তুমি বিয়ের আগে চুটিয়ে কারোর সাথে প্রেম করতে পারতে। আপাতত তোমার ফ্যান্টাসি পূর্ন হত। তা কোনো হ্যান্ডসাম ছেলের প্রতি ভালো লাগা..?
---ধুস। প্রেমের ব্যাপারে আমার এক অদ্ভুত চিন্তা ছিল। তোমার কথা মত ফ্যান্টাসি বলতে পারো। কেন যে ওরকম ফ্যান্টাসি ছিল বলতে পারবো না।
---তা আমার সোনা বউয়ের কি ফ্যান্টাসি ছিল শুনি?
সুস্মিতা আমার গালটা টিপে দিয়ে বলল- সে সব শুনতে হবে না। রাত বাড়লো ঘুমোও।
আমি প্রচন্ড উৎকণ্ঠায় ভুগছি সুস্মিতার খোশখেয়াল শুনবার জন্য।
---নিজের বরের কাছে কিছু লুকোতে নেই বুঝলে।
সুস্মিতা আজ মুডেই ছিল।
ও হেসে বলল- আমাদের বাড়ীতে ফুলি বলে একটা বউ কাজ করতে আসতো। ওর বর ছিল মাতাল। প্রতিদিন ওকে মারধর করত। প্রায়ই সকালে দেখতাম গায়ে কালশিটে পড়েছে। আমি তখন কলেজে পড়ি কাজে আসেনি বলে ফুলিদির বাড়ীতে গিয়েছিলাম। ওর বর দিবাকর মদ খেয়ে এসে ওকে বোধ হয় পেটাচ্ছিল। আমি ভয়ে জানলা দিয়ে দেখি। ন্যাংটো ফুলিদির উপর দিবাকর চেপে সেক্স করছে। বলতে পারো সেক্স নয় ধর্ষণ। অথচ ফুলিদি ওর অনুগত হয়ে রয়েছে। প্রথমে ভাবছিলাম ফুলিদি কষ্ট পাচ্ছে, পরে বুঝতে পারলাম কষ্ট নয় সুখে গোঙাচ্ছে।
তারপর কেন জানিনা ফুলিদির জায়গায় নিজেকে কল্পনা করতাম। আমার ভয় কেটে গিয়ে ধীরে ধীরে ফ্যান্টাসি তৈরী হয়েছিল। মনের মাঝে নীতিবোধ থাকা সত্বেও সবসময় মনে হত- আমার যে বর হবে সে আমায় মারবে-ধরবে। রাতে ধর্ষণ করবে।
বলেই সুস্মিতা হাসতে থাকে। বলে সমু তুমি কিন্তু আবার কাল থেকে মারধর শুরু করে দিও না।
আমি অবাক হয়ে গেলাম সুস্মিতার মত একজন শিক্ষিকা অত্যন্ত মেধাবী বুদ্ধিমান মেয়ের স্যাডিস্টিক ফ্যান্টাসি শুনে।
ওসমানই যে সুস্মিতার স্যাডিস্টিক চাহিদা পূরণ করছে, তার ব্যাপারে আমি অনেকটা নিশ্চিত হলাম।
সুস্মিতা বলল- কি ভাবছো? ভাবছো তোমার বউটা খুব খারাপ খারাপ চিন্তা ভাবনা রেখেছিল। তাইতো?
আমি সুস্মিতার বুকে মুখ গুঁজে বললাম- আমার বউটার শরীরে যে এত আগুন আমি জানতাম না তো?
সুস্মিতা হেসে বলে- ধ্যাৎ, এজন্যই তোমাকে এসব বলা যায় না। বুড়ি হয়ে গেলাম ধীরে ধীরে। এখন তো স্বামীর কাছে সব বলতে পারি।
---কে না বলেছে, বলবেই তো। আর বুড়ি? তেত্রিশ তো হল তোমার! এই বয়সকে বুড়ি বলছো? তোমার প্রেমে কলেজ পড়ুয়া ছেলেরাও হাবুডুবু খাবে বুঝলে।
পুরুষাঙ্গ টনটন করে উঠছে। সুস্মিতার ফ্যান্টাসি আর উন্মাদ ওসমানের কথা ভেবে আমি আমার ফ্যান্টাসিতে পুড়ে মরছি।
*****