সর্ষের মধ্যে ভুত - অধ্যায় ৫
সেদিনের পর থেকে একটা উৎসাহ তৈরী হয়েছে। রাতে মাঝে মাঝে বিনোদকে সুস্মিতার প্রেমিক হিসেবে অযাচিত কল্পনা করে বসি। পরক্ষনেই এরকম ঘৃণ্য কল্পনার জন্য নিজেকে ধিক্কার দিই।
মাঝে আরো দিন পাঁচেক কেটে গেছে। সন্ধ্যে বেলা আমি নিউজ চ্যানেল খুলে ড্রয়িং রুমে বসছি। সুস্মিতা অর্ঘ্যকে পড়াতে বসেছে। সিগারেটের ছাই ফেলবার জন্য অ্যাশট্রেটা খুঁজতে গিয়ে দেখলাম পাশে সুস্মিতার ফোনটা পড়ে আছে।
খবর দেখতে দেখতে সুস্মিতার ফোনটা হাতে নিয়ে খুঁচাতে থাকলাম। কল লিস্টে গিয়ে দেখলাম 'B' নামে একটা নম্বর সেভ করা।কেবল তাই নয়। দুপুরে দুবার কলও এসেছে। তার মধ্যে একবার টাইম ডিউরেশন সতেরো মিনিট।
এই প্রথমবার ফ্যান্টাসি নয় সুস্মিতাকে সন্দেহ করলাম। সুস্মিতা বিনোদের ফাঁদে পা দেয়নিতো? ওই 'B' নম্বরটা আসলে বিনোদ নয়তো?
আমার হৃদস্পন্দন তীব্র হচ্ছিল উৎকন্ঠায়। যেখানে আমার ঈর্ষা হবার কথা সেখানে উত্তাপ বাড়ছে। প্যান্টের ভেতরে অঙ্গটা দৃঢ় হচ্ছে। আমার বাচ্চার মা, আমার স্ত্রীর গোপন প্রেম আমাকে কামোত্তেজিত করছে।
আমি এক অজানা কারনে সুস্মিতাকে জিজ্ঞেস করিনি ওই B টা কে?
রাতে ঘুমাবার সময় আমি বিছানায় দেখলাম একটা বই পড়ে আছে বালিশের তলায়। বইটার নাম 'লেডি চাটার্লিজ লাভার'। লরেন্সের লেখা এই ইরোটিক বইটা আমি আগেই পড়েছি। ছাত্রবস্থায় বইমেলা থেকে কিনেছিলাম। বুকসেলফে রাখা ছিল। সুস্মিতা বইটা বের করে নিশ্চই পড়ছিল।
আমার হাতে বইটা দেখে সুস্মিতা লজ্জায় পড়ে গেল। বলল- তোমারই তো বই, আজ দুপুরে বইয়ের তাক ঝাড়তে গিয়ে পেলাম।
আমি মিচকি হাসি হেসে বললাম- তা লেডি চাটার্লিজের তো লাভার হল, তোমারও কি কোনো বয়ফ্রেন্ড হল নাকি?
কথাটা যে বেশ জোর গলায় বললাম তা নয়। তবে এ কথা যে আচমকা গোপন ফ্যান্টাসি থেকে বের হয়েছে সুস্মিতা তা বুঝতে পারেনি। সুস্মিতা আমার রসিকতা ভেবে উত্তর দিল কেন আমার বর কি হ্যান্ডিক্যাপড নাকি?
---কেন সুস্মিতা, তুমি সত্যিই একটা প্রেম করতে পারো। আজকাল অনেক বিবাহিত মহিলারাই করে।
---ধ্যাৎ।
----আচ্ছা সুস্মিতা ধরো সলমন খান তোমাকে প্রপোস করলো। তুমি কি করবে বলোতো?
---আমি বলবো আমার স্বামীর সাথে গিয়ে প্রেম করো। চলো আজেবাজে না বকে ঘুমোতে দাও।
আমি জানি সুস্মিতা অন্য স্ত্রীদের মত ন্যাকামি করে না।
সুস্মিতা সাহসী কিন্তু দুঃসাহসী নয়। আমার অনুপস্থিতিতে একা হাতে সংসারে কোনো সমস্যা হলে ও সমাধান বের করে নেয়। একজন স্ত্রী হিসেবে আমার অনেক কিছু সিদ্ধান্তে আমার পাশে থেকেছে।
ওর দায়বদ্ধতা, নৈতিকতা দেখে বুঝতে পারি ও কখনো ব্যাভিচার করতে পারবে না। যেকোনো সিদ্ধান্ত ও আমার সাথে আলোচনা করেই নেয়। আমিই ওর কাছে হিরো।
আমি ওর দিকে ঘুরতেই সুস্মিতা বুঝতে পারলো আমি কি চাই। অনেক দিন পর দুজনে ঘন চুমু খেলাম। চুমু খাবার সময় ও আমার কাঁধটা নিজের দিকে টানছিল।
সন্ধ্যে থেকেই শরীরটা সুস্মিতাকে চাইছিল। সঙ্গমের সময়ে বুঝলাম সুস্মিতাও আজ বেশি আগ্রাসী। অনেকদিন পর একটা ভালো সেক্স এনজয় করলাম।
সুস্মিতা আজ শাড়ি পরেছিল। মিলনের শেষে ও শাড়িটা ঠিক করে নিল। আমার বুকের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়লো।
আমি নতুন করে ভাবতে শুরু করলাম। আমি জানি আজকের সেক্স এত উপভোগ্য হওয়ার কারন বিনোদ। আমি যতবার বিনোদকে সুস্মিতার সাথে ভেবেছি ততবার আমার পুরুষাঙ্গ দৃঢ় হয়েছে। তবে সুস্মিতাও আজ কেন ভীষন আগ্রাসী ছিল। ওর ফোনে B আসলে কে?
দিন সাতেক হল আমার অস্থিরতা ক্রমাগত বাড়ছে। অহেতুক উৎসাহিত হচ্ছি সত্যি যদি সুস্মিতার কোনো বিবাহবহির্ভুত এ্যাফেয়ার থাকে?
সুস্মিতার ফোন প্রায় প্রতিদিনই ঘাঁটি। মাঝে মাঝেই দেখি ওই 'B' নামটি থেকে ফোন এসেছে। বেশিরভাগ সময় দুপুরের সময়ই দেখাচ্ছে। সুস্মিতা কেন পুরো নাম লেখেনি? 'B' নামেই বা কেন সেভ করে রেখেছে?
সকালবেলা স্নান করতে যাবো। নিচের ঘরে সুস্মিতার গলা পেলাম। সুস্মিতা স্কুল থেকে ফিরেছে বুঝলাম। স্নান সেরে বেরিয়েও দেখলাম সুস্মিতা এখনো ওপরে ওঠেনি। কার সাথে কথা বলছে? অর্ঘ্যর আজ স্কুল নেই। কাজেই সুস্মিতারও তাড়া নেই। সিঁড়ি দিয়ে নেমে দেখলাম সুস্মিতার পেছনটা দেখা যাচ্ছে। বাদামি পাড়ের গাঢ় বেগুনি রঙা শাড়ি। সূর্যের রোদ পড়ে কানের ইয়াররিংটা চকচক করছে। গলায় সোনার হার। এক হাতে একটা লাল পলা অন্য হাতে সোনার একটা চুড়ি ও হাতঘড়ি। ওই হাতঘড়িটা আমাদের বিয়ের প্রথম অ্যানিভার্সারীতে দিয়েছিলাম।
নিজের বউকে এভাবে দেখতে দেখতে ভুলেই গেছিলাম ও কার সঙ্গে কথা বলছে। এবার সামনের গলাটি শুনে বুঝলাম বিতান। অর্ঘ্যর টিউশন মাস্টার। অল্পবয়সী ছেলেটির পরনে জিন্স আর গোলগলা গেঞ্জি। চেহারা বেশ ভালো। ফ্যাশনেবল করে দাড়ি রেখেছে। বর্ধমান থেকে এখানে চাকরীর প্রিপারেশনের জন্য এসেছে।
আমি ছাদে উঠে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে জামা পরতে পরতে দেখছিলাম আমার ভুঁড়ি বাড়ছে। চেহারাটাও ভারী হয়ে উঠছে।
মনে মনে ভাবছিলাম বিতানের বয়সে আমার চেহারাটা যদি ফিরে পেতাম। পরক্ষনেই মনে হল আরে! ওই 'B' আসলে বিতান নয় তো?
বিতান ভালো গান জানে- সুস্মিতাই বলেছিল। সুস্মিতার নিজের অনেকগুলি স্বপ্নের মধ্যে একটা গান। তাই গানের ব্যাপারে তার একটা অ্যাডিকশন আছে।