সর্ষের মধ্যে ভুত - অধ্যায় ৬
সুস্মিতা ফিরেই বলল- ওহঃ তুমি বেরিয়ে পড়েছো? বিতানের সাথে কথা বলতে বলতে দেরী হয়ে গেল।
সেদিনের পর থেকে সুস্মিতার ওপর বিশ্বাস যেমন বেড়ে গেছিল, আমার ভালোবাসার গর্ব যেমন বেড়েই গেছিল; তেমনই ফ্যান্টাসির জগতে হতাশ লাগছিল নিজেকে। কারন আমি নিশ্চিত হয়ে গেছিলাম সুস্মিতার বিনোদের সাথে কোনো অ্যাফেয়ার নেই।
নিজের আট বছরের বিবাহিত স্ত্রীকে পরপুরুষের প্রনয়িনী ভাবতে আমার মধ্যে যে উত্তেজনা তৈরী হয়েছিল- তা নিমেষে মিলিয়ে যাচ্ছিল।
একজন ব্যাঙ্ক কর্মচারীর নানাবিধ কাজের ঝামেলা। অফিসের এই প্রবল চাপ থেকে বেরিয়ে এসে এই ফ্যান্টাসির জগতে প্রবেশ আমাকে বিনোদন দিচ্ছিল। নিজের অজান্তেই আমি এই ফ্যান্টাসিকে প্রশ্রয় দিয়ে দিয়েছিলাম।
কিছু দিন যাবৎ পর বুঝতে পারলাম- আমার মধ্যে সেক্স ফ্যান্টাসির গোপন আসক্তি তৈরী হয়েছে। আমি আজকাল বিতানকে সুস্মিতার প্রেমিক হিসেবে কল্পনা করছি। বিতানের বয়স কত? বড়জোর চব্বিশ। আর সুস্মিতার তেত্রিশ। এই অসম বয়সী ফ্যান্টাসি আমাকে নতুন ভাবে উত্তেজিত করে তুলছে।
সুস্মিতা বিতানের সাথে প্রায়ই কথা বলে। বিতান প্রথম দিকে লাজুক হলেও এখন ওর আড়ষ্টতা কেটে গেছে। আমি গোপনে ওদের দেখবার চেষ্টা করি।
তিন চারদিন বাদে...
সকালে ঘুম থেকে উঠেই বুঝলাম আজ ছুটির দিন। নীচে পড়ার ঘরে সুস্মিতা বিতানের সাথে গল্প করছে। ছুটির দিনে আমি একটু দেরীতেই উঠি। সুস্মিতার বিতানের সাথে এই গল্প করাটা আমাকে বেশ উত্তেজিত করে। অর্ঘ্য আমার মোবাইলটা হাতে ইন্টারনেট গেমস নিয়ে বসেছে।
আমি বাথরুম সেরে এসে চায়ের জন্য না ডেকে সোজা কিচেনে চলে গেলাম। জল গরম করে চা বসলাম। ছেলে এসে বলল- বাবা আজ ম্যাজিক শো নিয়ে যাবে।
সকাল সকাল ছেলের আবদার ফেলতে পারি না।
বললাম, ম্যাজিক শো কোথায়?
--স্যার বলছিলেন।
আমি কিছু বললাম না।
চায়ে চুমুক দিলাম। সুস্মিতা এসে বলল উঠে পড়েছো?
বাঃ সমু নিজে চা বানিয়েছ। গুড বয়।
আমি হেসে বললাম, যাবে নাকি আজ ম্যাজিক দেখতে?
---ও ওই বিতান যেখানে থাকে?
---ও আমিতো জানিনা। অর্ঘ্য যেতে চাইলো, তাই ভাবলাম ছুটির দিনে...
---তবে চলো। বিতানকেও বলে দিই। বেচারা ছেলেটা চাকরি-বাকরি না পেয়ে সবসময় মনমরা হয়ে থাকে।
বিতানের কথা শুনে আমি একটু থমকে গেলাম। জানি সুস্মিতা এটা সহজাত ভাবেই বলছে কিন্তু আমার ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিতান আর বিনোদ যে কোনো সহজাত চরিত্র নয়।
স্থানীয় পুরসভার কম্যুনিটি হলে ম্যাজিক শো হচ্ছে। আমি আর সুস্মিতা এখানে আগেও এসেছি- থিয়েটার দেখতে। কিছুক্ষন পর বিতান এসে হাজির হল। সেই লাজুক মুখটা এখন আগের চেয়ে কম্ফোর্টেবল।
এসেই হাসি মুখে হাত কচলাতে কচলাতে বলল শমীকদা আমি টিকিটগুলো কেটে আনি।
আমি বললাম কেন? তুমি যাবে কেন? আমি কেটে আনছি। ততক্ষনে তুমি তোমার বৌদির সাথে গল্প কর।
এই 'বৌদির সাথে গল্প' কথাটা ঠেস দিয়ে বললাম নাকি অজান্তে আমারও কৌতুহল তৈরী হল।
সুস্মিতা আর আমার মাঝে অর্ঘ্য বসলো। বিতান গিয়ে সুস্মিতার পাশে বসলো।
সুস্মিতা একটা গোলাপি শাড়ি পরেছে। গোলাপি ব্লাউজ, কালো ব্রেসিয়ার। সুস্মিতা ঘরে একজন হাউসওয়াইফ হলেও বাইরে একজন শিক্ষিকা। সাজগোজ করুক আর না করুক ও রূপসী। ওর শরীরে এক বাচ্চার মায়ের পরিনত ছাপটাও আকর্ষণীয় লাগে। কালো ব্রায়ের লেস উঁকি দিচ্ছে কাঁধের কাছে। বিতানের চোখ আটকে যাচ্ছে।
মনে মনে ভাবলাম ছোঁড়া তোমার দেখছি সাহস কম নয়। তোমার চেয়ে নয় বছরের বড় পরস্ত্রীকে ঝাড়ি মারছো- তাও আবার তার স্বামীর সামনে।
ম্যাজিক শুরু হতেই নজর করলাম- কেবল অর্ঘ্যই সবচেয়ে মন দিয়ে ম্যাজিক দেখছে। আর মাঝে আমাকে অবান্তর সব প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে। সুস্মিতার সাথে বিতান অনবরত বকবক করে যাচ্ছে। সুস্মিতা সর্বদাই মিতভাষী কিন্ত এই ছেলের যে পেটে পেটে এত দম জানতাম না।
ছেলেমানুষী ম্যাজিক শো দেখতে আমার ভীষন বোর লাগছিল। আমি কল্পনা করছিলাম- লেডি কিলার হ্যান্ডসাম মাড়োয়ারি বিনোদ নাকি অল্পবয়সী তরতাজা বিতান- কাকে বেশি সুস্মিতার সাথে মানানসই লাগবে।
সুস্মিতা যদি সত্যিই তার চাহিদা থেকে কোনো এক্সট্রা-ম্যারিটাল রিলেশন করে তবে সেটা বিতানকে বেছে নেবে। বিতান অনেক বেশি নিরাপদ। বয়স ভীষন কম। তাছাড়া ঘরের কেচ্ছা বাইরে যাবার সম্ভাবনা নেই।
কিন্তু বিনোদের ক্যারিশমা যেকোনো মহিলাকে যে কাবু করে দিতে পারে- তা আমি নিজের চক্ষে দেখেছি।
মনে মনে হাসছিলাম বিতান তুমি যতই ঝাড়ি মারো আমার সুস্মিতা হঠাৎ করে যখন তোমাকে বলে বসবে ছোটো ভাই আমার, তখন বুঝবে মজা।
ম্যাজিক শো থেকে ফিরে একটা ব্যাপারই বুঝতে পারলাম বিতানের মত বাচ্চা ছেলের পক্ষে সুস্মিতার মত ম্যাচিওর নারীকে পটানো জীবনে সম্ভব নয়। সুস্মিতা ওকে ভীষন স্নেহ করে। তাতে এড্রিনালিনের তাড়নায় বিতান অনেক কিছু ভেবে বসে।
কিন্তু বিনোদ? ওকে যতদূর চিনি ও হাল ছেড়ে দেওয়ার ছেলে নয়। যার কাজটাই ছিল বিবাহিত মহিলাদের শয্যাসঙ্গী হওয়া। অগাধ পয়সাও সে খরচ করত এর জন্য।
****