সর্ষের মধ্যে ভুত - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/সর্ষের-মধ্যে-ভুত.79756/post-4594248

🕰️ Posted on Wed Apr 20 2022 by ✍️ Manali Bose (Profile)

🏷️ Tags:
📖 464 words / 2 min read

Parent
বৃষ্টিটা নেমেছে আজ বেশ। অফিস থেকে ফিরবার পর ইচ্ছে করছিল লেপমুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। সে সৌভাগ্য আর হল কই। অর্ঘ্য আমার ওপর দাপাদাপি করতে থাকলো। ছেলের আদর কোন বাবা না ভালোবাসে। তাছাড়া ও একাইতো, খেলাধুলা করবার সঙ্গী ওর কেউ নেই। সেই বাবা-মাই ভরসা। সুস্মিতাকে বলেছিলাম আর একটা বেবির জন্য। সুস্মিতা বলেছিল অর্ঘ্য আরেকটু বড় হোক। সুস্মিতা পাশের ঘরে এতক্ষন কি করছে কে জানে? আমি ঘড়ির দিকে তাকালাম সন্ধ্যে সাড়ে সাতটা। জানালার শার্সি দিয়ে দেখা যাচ্ছে পাশের মাঠটায় জল জমে গেছে। আমি অর্ঘ্যকে বললাম যাওতো দেখো মা কি করছে? অর্ঘ্য দৌড়ে গেল এবং দৌড়ে এসে বলল মা মোবাইল নিয়ে গেম খেলছে। সুস্মিতা আসলে গেম খেলছে না। ফেসবুক করছে। অর্ঘ্যর কাছে ফেসবুকও একটা গেম। কিন্ত সুস্মিতা হঠাৎ একা নিভৃতে ফেসবুক করছে কেন? মাঝে মাঝে এমন সন্দেহ আমাকে উত্তেজিত করে তোলে। প্যান্টের ভেতর অস্ত্রটা ফুঁসছে। নীচ থেকে কেউ ডাক দিচ্ছে মনে হল। আমি এবার পাশের ঘর থেকেই বললাম- সুস্মিতা দেখতো নীচে কে? সুস্মিতা নিচে গেছে কিনা জানি না। আমি উঠে দেখলাম নিচে বৃদ্ধা বুলুপিসি দাঁড়িয়ে। সুস্মিতা বুলুপিসির সাথে কথা বলে উপরে উঠে আসে। বৃদ্ধার বয়স প্রায় সত্তর। ধেপে ধেপে হাঁটেন। কেউ কোথাও নেই। পাশের ওই ইঁটের পুরোনো বাড়িটায় একা থাকেন। অত্যন্ত গরীব। পুরসভায় সুইপারের কাজ করতেন বলে, এখন একটা পেনশন পান। সুস্মিতা এসে বলল দেখ বেচারা বুড়ি লোকটা অসুস্থ। রাতে কিছু রুটি করে দিতে বলছে। আমি বললাম হ্যাঁ নিশ্চই করে দেবে। সুস্মিতা রান্না ঘরে যাবার পর আমি সুস্মিতার মোবাইলটা খুঁজছিলাম। ওর ফেসবুক প্রোফাইল আমিই তৈরী করে দিয়েছি। কাজেই পাসওয়ার্ডও আমার জানা আছে। মনে ভাবছিলাম কারোর অনুমতি ছাড়া তার ব্যক্তিগত কিছু দেখা অপরাধ, সে যতই আমার স্ত্রী হোক। পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলাম। সুস্মিতার যে ছবিটা আমি ডিপি করেছিলাম ওইটাই আছে। মিষ্টি হাসির এই ছবিটা সিমলায় তোলা। আমিই তুলেছিলাম। কোন কিছু না ঘেঁটে চ্যাট লিস্টে গেলাম। বিনোদ! বিনোদের সাথে সুস্মিতার চ্যাট কিছুক্ষন আগেও হয়েছে। তড়িঘড়ি নিচের দিকে নামতে থাকলাম। গত দু-মাস ধরে ওদের কথোপকথন চলছে। আমার বুকে যেন পেন্ডুলামের শব্দ হচ্ছে। আমি চুপটি করে দেখলাম। সুস্মিতা রান্না ঘরে ব্যাস্ত। নীল রঙা শাড়িটাকে কোমরে আঁচল বেঁধে কাজ করছে। পেছন থেকে ব্লাউজের ওপরে ফর্সা পিঠটা দেখতে পাচ্ছি। গলার চেনটা চকচক করছে। আমি মোবাইলের কথপোকথন গুলি পড়তে লাগলাম। প্রত্যেকটা কথোপকথনে পরিষ্কার বুঝতে পারছি- বিনোদ সুস্মিতাকে পটানোর চেষ্টা করছে। সুস্মিতা অবশ্য স্ট্রিক্ট। কিন্ত তবু ওর চ্যাটের উত্তর দিয়েছে। যত পড়ছি, এই বৃষ্টির দিনের ঠান্ডায়ও আমি ঘামছি। কিন্তু সুস্মিতাকে নিয়ে আমার বিশ্বাস ভাঙেনি। ও কিন্ত বিনোদের ফাঁদে পা দেয়নি। ওর কমেন্ট দেখে পরিষ্কার বুঝতে পারছি ও বিনোদের অভিসন্ধি সম্পুর্ন বুঝতে পারছে। কেবল একটা জিনিস বুঝতে পারছি না- তবুও ও বিনোদের সাথে চ্যাটে উত্তর দিচ্ছে কেন? মাঝে মাঝেই বিনোদ রসিকতা করেছে। সুস্মিতা তাতে স্মাইলি ইমোজি দিয়ে নিজের অনুভুতি প্রকাশ করেছে। এটা বোঝা গেছে সুস্মিতা বিনোদের সাথে চ্যাট করাটা উপভোগ করে। এবং এতদূর পর্যন্তই থাকতে চায়। প্রায় চ্যাটের কমেন্ট গুলো সব পড়া হয়ে এসেছে। তখনই একটা কমেন্ট ঢুকলো। বুঝতে পারলাম বিনোদ। অনলাইন দেখে বিনোদই পাঠিয়েছে... চমকে উঠলাম শেষ কমেন্টটি বিনোদের- "তোমার সাথে দেখা করতে চাই?" ****
Parent