সর্ষের মধ্যে ভুত - অধ্যায় ৮
সুস্মিতা কি উত্তর দিল? সুস্মিতা কি সত্যিই দেখা করবে।
দুটো দিন উৎকণ্ঠায় কেটে গেছে। এদিকে অফিসে ব্রাঞ্চ ম্যানেজার ডেকে পাঠিয়েছেন। অফিসে বসে বিরক্ত হচ্ছিলাম। হায়দ্রাবাদে সেমিনার আছে ব্যাংকের। ম্যানেজার চান আমিই যাই। ম্যানেজারের নির্দেশকে না বলবার জো নাই। কার্যত তিনি অনুরোধও করেছেন। পনেরো দিনের ট্রিপ।
রাতে বাড়ী ফিরেই সুস্মিতাকে বললাম- হায়দ্রাবাদ যেতে হবে।
সুস্মিতা বলল- সেই তোমাকেই কেন যেতে হবে? অফিসে কি আর কেউ নেই?
---আঃ সুস্মিতা তুমিতো জানো আমার প্রেজেন্টেশন খুব ভালো। আমরা সকলে মিলে কিছুদিন ছুটি কাটিয়ে আসতে পারবো।
---আমি যাবো না। অর্ঘ্যর সামনে পরীক্ষা। আর পনেরো দিন! এসময় স্কুল থেকে এত ছুটি নিতেও পারবো না।
মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম কিছুদিন সুস্মিতা আর অর্ঘ্যকে নিয়ে ঘুরে আসবো। নাঃ তা হবার আর সুযোগ নেই।
ডিনারের পর সুস্মিতা এসে গলা জড়িয়ে ধরলো। বুঝলাম ও যেতে না পারার জন্য অনুতপ্ত।
বলল- সমু তুমি কি সত্যিই যাবে? অনেক দিন বাইরে কোথাও যাইনি। সামনের ছুটিতে আমরা একসঙ্গে ঘুরতে যাবো।
----শিলং যাওয়ার খুব ইচ্ছা আছে। জানো ওখানে আমার এক মাসতুতো দাদা থাকে।
---শিলংয়ে তোমার মাসতুতো দাদা? কই বলোনিতো?
---আরে ওই অভিদা। আমাদের বিয়ের সময় আসেনি। তাই তুমি দেখোনি।
সুস্মিতা ঘুমিয়ে পড়েছে। দুদিন পর আমাকে বেরিয়ে যেতে হবে- তখন যদি বিনোদ আর সুস্মিতা দেখা করে? নাকি ওদের দেখা ইতিমধ্যেই হয়েছে।
সুস্মিতা কি রিপ্লাই দিল?
আমি দেখলাম সুস্মিতা ঘুমোচ্ছে। পাশের টেবিল থেকে মোবাইলটা নিলাম। ফেসবুক লগইন করতে পাসওয়ার্ড দিলাম। খুলল না। চমকে গেলাম। আবার দিলাম না খুলল না। সুস্মিতা কি পাসওয়ার্ড চেঞ্জ করেছে? কিন্তু ও তো এ কাজ একা করতে পারবে না! তবে কে চেঞ্জ করতে সাহায্য করলো? বিতান?
বিতান না বিনোদ? কেমন একটা সন্দেহ হল সুস্মিতার প্রতি। না খামোকা সন্দেহ করছি নিজের স্ত্রীর ওপর। কিন্তু বিনোদতো অনেক এগিয়ে গেছে- চ্যাট রেকর্ডতো তাই বলছে। আমি নিশ্চিত বিনোদ সুস্মিতাকে বাগে আনার চেষ্টা করবে। কিন্তু সুস্মিতা যে নিজেকে বিনোদের প্রলোভন থেকে রক্ষা করতে পারবে, সে ভরসা আমার আছে।
কিন্তু ফ্যান্টাসির আগুনে আমি যেন পুড়ে যাচ্ছি। নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে দেখতে মরিয়া হয়ে উঠছি।
****
হায়দ্রাবাদ চলে আসবার পর দেখলাম যেহেতু আমার ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত তাই সরকার থাকবার এলাহী ব্যবস্থা করেছে।
আমি সুস্মিতাকে পৌঁছেই ফোন করলাম।
সুস্মিতা ফোন ধরেই বলল...
ঠিক মতো পৌঁছেছো তো?
--হ্যাঁ, অর্ঘ্য কোথায়?
---ও পড়তে বসছে। শোনো ভীষন তো গরম, ওখানে কীরকম?
---গরম! এখানে হলিডে ইনে থাকবার জন্য দারুন ব্যবস্থা। কেবল এসি আর এসি।
অনেকবার সুস্মিতাকে বলতাম বাড়ীতে এসি বসবো। সুস্মিতা বসাতে দেয়নি। সুস্মিতা যে কিপ্টে তা নয় ও মিতব্যয়ী- একজন স্ত্রীয়ের যা হওয়া উচিত।
এসময় মে মাসের গরম। কলকাতার মত হায়দ্রাবাদেও বেশ গরম কিন্তু। এই সরকারি যত্নে কোনো অভাব নেই।
প্রতিদিন সন্ধ্যে হলে সুস্মিতাকে ফোন করতাম। কিন্তু বাধ সাধলো দুদিন পর বুধবার। বিকেলে ফোন করলাম। কেউ ফোন তুলল না। আমি ভাবলাম সুস্মিতা হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে।
রাত্রি আটটার দিকে ফোন করেও পেলাম না। টেনশন হচ্ছিল। সুস্মিতা আগে কখনো এরকম করেনি।
পরদিন সেমিনার হলে বসছিলাম। মন পড়েছিল বাড়ীতে।
ইতস্তত বোধ করছিলাম। হল থেকে বেরিয়ে এসে ফোন করলাম। দীর্ঘক্ষণ ফোন বাজাবার পর সুস্মিতা ফোন তুলল। আমি নিশ্চিন্ত হলাম। রাগত স্বরে বলে উঠলাম- কি ব্যাপার সুস্মিতা কাল থেকে ফোন তুলছ না কেন?